বাজার সেরা ৮টি ভালো মোবাইল ঘড়ি
কল্পনা করুন, আপনার কব্জিতে এমন একটি ডিভাইস রয়েছে যা শুধু সময় দেখায় না, বরং কল রিসিভ করা, হার্টবিট মাপা, ফিটনেস ট্র্যাকিং, এমনকি স্মার্ট অ্যাসিস্ট্যান্টের কাজ করতে পারে! হ্যাঁ, আমরা কথা বলছি আধুনিক মোবাইল ঘড়ি বা স্মার্টওয়াচ নিয়ে। প্রযুক্তির উন্নতির সাথে সাথে স্মার্টওয়াচ এখন আর বিলাসিতা নয়, বরং আমাদের দৈনন্দিন জীবনের এক অবিচ্ছেদ্য অংশ হয়ে উঠেছে। কিন্তু বাজারে এত ব্র্যান্ড ও মডেল থাকায় কোন স্মার্টওয়াচটি আপনার জন্য পারফেক্ট হবে? চিন্তার কিছু নেই! এই ব্লগে আমরা আপনাকে জানাবো সেরা মোবাইল ঘড়িগুলোর ফিচার, কার্যকারিতা ও দাম সম্পর্কে।
সেরা মোবাইল ঘড়ি তালিকা
তাহলে চলুন, শুরু করা যাক।
১। Mi Smart Band 9

আমাদের আজকের সেরা মোবাইল ঘড়ির তালিকার শুরুতেই থাকছে বিখ্যাত শাওমি ব্যান্ডের Smart Band সিরিজ 9, যা এই সিরিজের পূর্বের ডিভাইসগুলোর থেকে আরও উন্নত ফিচার, আধুনিক ডিজাইন এবং দুর্দান্ত পারফরম্যান্স নিয়ে এসেছে।
এই নতুন স্মার্ট ব্যান্ডের সবচেয়ে আকর্ষণীয় দিক হলো এর সুপার অ্যামোলেড ডিসপ্লে। এটি আগের তুলনায় আরও ব্রাইট এবং ক্লিয়ার লুক দেয়। এছাড়াও, লং ব্যাটারি লাইফ, ফিটনেস ট্র্যাকিং এবং নতুন সেন্সর যুক্ত করে একে আরও কার্যকর ও স্মার্ট করা হয়েছে। আপনি যদি স্বাস্থ্য সচেতন হন বা শুধু স্টাইলিশ ও কার্যকরী একটি স্মার্ট ব্যান্ড খুঁজে থাকেন, তবে Mi Smart Band 9 হতে পারে আপনার সেরা সঙ্গী!
Mi Smart Band 9-এ রয়েছে চারটি অত্যাধুনিক কার্যকর সেন্সরঃ
- Accelerometer sensor
- Gyroscope sensor
- Optical heart rate sensor
- Ambient light sensor
এছাড়াও এটিতে রয়েছে Blood oxygen monitoring, Sleep monitoring, Stress monitoring, Breathing training- এর মতো অসাধারণ সব হেলথ ফিচার। এর পাশাপাশি 150+ sport modes তো থাকছেই। যারা নিয়মিত ব্যায়াম করেন বা স্বাস্থ্যকে গুরুত্ব দেন, তাদের জন্য এটি নিঃসন্দেহে দারুণ একটি ডিভাইস।
1.62-inch AMOLED Touch Display-সহ Band 9-এর পাতলা বডি এবং প্রিমিয়াম ফিনিশ ডিজাইন এটিকে আরও আকর্ষণীয় করে তুলেছে। 46.53 x 21.63 x 10.95 mm Dimensions এই স্মার্ট ব্যান্ডটি স্ট্রাপ ব্যতীত মাত্র 15.8g ওজনের, যা আপনি কোনোরূপ অস্বস্তিবোধ ছারাই সারাদিন পরে থাকতে পারবেন। Mi Band 9-এর স্ক্রিনে রয়েছে অলওয়েজ-অন ডিসপ্লে ফিচার।
ব্যাটারি লাইফ সবসময়ই Mi Band সিরিজের একটি প্রধান আকর্ষণ, আর Mi Smart Band 9-ও এর ব্যতিক্রম নয়। উন্নত ব্যাটারি ম্যানেজমেন্টের ফলে এটি মাত্র ১ ঘন্টা চার্জে ২১+ দিন পর্যন্ত ব্যাকআপ দিতে পারে। এই ব্যান্ডটির চার্জিং সিস্টেমে রয়েছে ম্যাগনেটিক চার্জিং সিস্টেম।
Mi Smart Band 9-এ রয়েছে ব্লুটুথ ৫.৪ কানেক্টিভিটি, যা আগের তুলনায় আরও আপডেটেড এবং স্টেবেল কানেকশন নিশ্চিত করে। ফোনের নোটিফিকেশন দেখা, এলার্ম সেট করা, ক্যামেরা শাটার কন্ট্রোলসহ আরও অনেক স্মার্ট ফিচার রয়েছে এতে।
আপনি যদি ভালো ডিসপ্লে, লং ব্যাটারি লাইফ এবং ফিটনেস ট্র্যাকিংয়ের জন্য একটি নির্ভরযোগ্য স্মার্ট ব্যান্ড খুঁজে থাকেন, তাহলে Mi Smart Band 9 নিঃসন্দেহে সেরা পছন্দগুলোর একটি। এটি শুধু আপনার ফিটনেস সঙ্গী নয়, বরং স্টাইল এবং স্মার্টনেসেরও প্রতিচ্ছবি। সাশ্রয়ী দামে এমন ফিচার সমৃদ্ধ স্মার্ট ব্যান্ড খুব কমই পাওয়া যায়।
২। CMF by Nothing Watch Pro 2

এই পর্যায়ে আমাদের লিস্টে থাকছে বর্তমান সময়ে আলোড়ন সৃষ্টিকারী ও সকলের নজরকারা CMF by Nothing Watch Pro 2 স্মার্টওয়াচ। আপনি যদি এমন একটি স্মার্টওয়াচ খুঁজে থাকেন যা স্টাইলিশ, স্মার্ট এবং সবদিক থেকে কার্যকর, তাহলে CMF by Nothing Watch Pro 2 হতে পারে আপনার জন্য পারফেক্ট চয়েস!
এই মডেলটির সবচেয়ে আকর্ষণীয় ফিচার হলো এর BT কলিং সুবিধা, যার মাধ্যমে আপনি সরাসরি ঘড়ি থেকেই ফোন কল করতে ও রিসিভ করতে পারবেন। উন্নত স্পিকার এবং মাইক্রোফোনের সমন্বয়ে এটি দুর্দান্ত অডিও কোয়ালিটি দিয়ে থাকে এই ডিভাইস। যারা বেশিরভাগ সময় ড্রাইভিং অথবা হাতে ফোন ধরে কথা বলতে পছন্দ করেন না, তাদের জন্য এটি সত্যিই কাজে আসবে।
CMF by Nothing Watch Pro 2-এর ডিজাইন নিঃসন্দেহে চোখ ধাঁধানো! Nothing-এর স্বতন্ত্র মিনিমালিস্টিক ডিজাইনের ছোঁয়া রয়েছে এতে, যা ঘড়িটিকে আরও আকর্ষণীয় করে তুলেছে। এর কম্পিলিট রাউন্ড 1.32” AMOLED ডিসপ্লে শুধু নজরকাড়া নয়, বরং যথেষ্ট ব্রাইট। ফলে সূর্যের আলোতেও সহজে দেখা যায়। পাশাপাশি এর প্রিমিয়াম ফিনিশিং, মেটাল ফ্রেম এবং আরামদায়ক স্ট্র্যাপ এটিকে ব্যবহার উপযোগী করে তুলেছে।
এই স্মার্টওয়াচের অন্যতম প্রধান ফিচার হলো ব্লুটুথ কলিং সাপোর্ট। আপনি কল করতে, রিসিভ করতে এবং ফোনবুক থেকে নাম্বার সিলেক্ট করতে পারবেন সরাসরি ঘড়ি থেকেই। ব্লুটুথ কলিং কে আরো এডভ্যান্সড করতে এতে যোগ করা হয়েছে AI Noise Reduction Technology। এছাড়াও এতে রয়েছে ভয়েস অ্যাসিস্ট্যান্ট সাপোর্ট, যা আপনাকে সহজেই বিভিন্ন কমান্ড সম্পন্ন করতে সাহায্য করবে।
শুধু স্মার্ট ফিচারই নয়, CMF by Nothing Watch Pro 2 আপনার স্বাস্থ্য সচেতনতার দিকেও নজর রাখবে! এতে রয়েছে হার্ট রেট সেন্সর, SpO2 মনিটরিং, স্ট্রেস ট্র্যাকিং, স্লিপ মনিটরিং এবং আরও অনেক উন্নত ফিটনেস মোড। দৌড়ানো, হাঁটা, সাইক্লিং, সুইমিংসহ বিভিন্ন স্পোর্টস মোড থাকায় এটি আপনার প্রতিদিনের ফিটনেস রুটিনের পারফেক্ট সঙ্গী হতে পারে।
CMF by Nothing Watch Pro 2-এর শক্তিশালী ব্যাটারি ১০-১২ দিন পর্যন্ত ব্যাকআপ দিতে সক্ষম। এছাড়াও এতে ফাস্ট চার্জিং প্রযুক্তি থাকায় খুব অল্প সময়েই চার্জ সম্পন্ন করা সম্ভব।
এটি শুধু স্টাইলিশ ও ফিচার-সমৃদ্ধ নয়, এটি বেশ শক্তিশালী ও টেকসই-ও বটে! এই স্মার্টওয়াচটি IP68 Dust & Water Resistance, যার অর্থ এটি জল, ঘাম ও ধুলো প্রতিরোধে সক্ষম। তবে, এটি গভীর পানির নিচে ব্যবহার করা বা গরম পানির সংস্পর্শে আনা উচিত নয়, কারণ এতে ঘড়ির ওয়াটার রেজিস্ট্যান্স কমতে পারে।
CMF by Nothing Watch Pro 2 মূলত স্টাইলিশ লুক, উন্নত ডিসপ্লে, ব্লুটুথ কলিং ফিচারযুক্ত সত্যিকারের একটি অল-রাউন্ডার স্মার্টওয়াচ। Nothing ব্র্যান্ডের দুর্দান্ত ডিজাইন এবং নতুন প্রযুক্তির সংযোজনে এটি বাজারের অন্যতম সেরা স্মার্টওয়াচ হতে চলেছে!
৩। Galaxy Fit3

Samsung-এর জনপ্রিয় ফিটনেস ব্যান্ড সিরিজের নতুন সংযোজন Galaxy Fit3 এসেছে আরও আধুনিক ডিজাইন, শক্তিশালী ব্যাটারি এবং উন্নত ট্র্যাকিং টেকনোলজি নিয়ে। যারা স্বাস্থ্য সচেতন এবং স্মার্ট ও কার্যকরী ফিটনেস ব্যান্ড খুঁজছেন, তাদের জন্য এটি হতে পারে একটি পারফেক্ট চয়েস। এর সবচেয়ে আকর্ষণীয় দিক হলো এর বড় AMOLED ডিসপ্লে, যা আগের মডেলের তুলনায় আরও ইউজারফ্রেন্ডলি এবং হালকা ওজনের, তাই দীর্ঘ সময় ব্যবহার করলেও কোনো অস্বস্তি হবে না।
Galaxy Fit3-এর পাতলা ডিজাইন এবং প্রিমিয়াম ফিনিশিং এটিকে করে তুলেছে আরও আকর্ষণীয়। এটি আপনার ব্যক্তিগত ফিটনেস ট্রেনার হিসেবেও কাজ করবে! এতে রয়েছে হার্ট রেট মনিটর, SpO2 সেন্সর, স্লিপ ট্র্যাকিং, এবং উন্নত স্ট্রেস মনিটরিং সুবিধা। তাছাড়া, Galaxy Fit3-এর অন্যতম সেরা ফিটনেস ট্র্যাকিং মোড- দৌড়ানো, হাঁটা, সাইক্লিং, সুইমিংসহ বিভিন্ন ধরনের শরীরচর্চার ডাটা বিশ্লেষণ করতে পারে।
বর্তমানে এই স্মার্টওয়াচটি তিনটি কালার ভেরিয়েন্টে পাওয়া যাচ্ছেঃ
- Gray
- Pink Gold
- Solver
Samsung-এর ফিটনেস ব্যান্ড মানেই দুর্দান্ত ব্যাটারি ব্যাকআপ! Galaxy Fit3 একবার চার্জ দিলে ১০-১২ দিন পর্যন্ত ব্যাকআপ দিতে পারে। এছাড়া ফাস্ট চার্জিং প্রযুক্তি থাকায় এটি দ্রুতই চার্জ হয়ে যায়।
এটি 5ATM ও IP68 রেটিং-এর ওয়াটার রেসিস্ট্যান্স রয়েছে, যা এটিকে ধুলো ও পানির সংস্পর্শে টেকসই করে তোলে। ঘাম বা হালকা বৃষ্টিতে এটি সহজেই টিকে থাকতে পারে। ফলে যেকোনো পরিস্থিতিতেই এটি ব্যবহার করতে পারবেন নির্ভয়ে।
আপনি যদি একটি স্টাইলিশ লুক, উন্নত ফিটনেস ট্র্যাকার ও লং ব্যাটারি লাইফসহ ফিটনেস ব্যান্ড খুঁজে থাকেন, তাহলে Galaxy Fit3 হতে পারে সেরা পছন্দ। Samsung-এর ব্যান্ড ভ্যালু এবং প্রিমিয়াম বিল্ড কোয়ালিটি এটিকে বাজারের অন্যতম সেরা ফিটনেস ব্যান্ডে পরিণত করেছে!
৪। Zeblaze Btalk 3 Pro

আপনি যদি এমন একটি স্মার্টওয়াচ খুঁজে থাকেন যা দেখতে প্রিমিয়াম, ফিচারে স্মার্ট এবং দামে সাশ্রয়ী, তাহলে Zeblaze Btalk 3 Pro হতে পারে একটি দুর্দান্ত চয়েস! এই ঘড়ির সবচেয়ে আকর্ষণীয় ফিচার হলো BT কলিং সুবিধা, যা আপনাকে স্মার্টওয়াচ থেকেই কল করা ও রিসিভ করার সুযোগ দেয়।
উন্নত স্পিকার ও মাইক্রোফোনের কারণে Zeblaze Btalk 3 Pro-তে কথা বলার অভিজ্ঞতা হবে আরও স্পষ্ট ও স্বাচ্ছন্দ্যময়। স্টাইলিশ ডিজাইন, শক্তিশালী ব্যাটারি এবং উন্নত হেলথ ট্র্যাকিং ফিচার এটিকে বাজারের অন্যতম সেরা বাজেট স্মার্টওয়াচে পরিণত করেছে।
Zeblaze Btalk 3 Pro-এর বড় ১.৪৩ ইঞ্চি AMOLED ডিসপ্লে এটিকে আরও আকর্ষণীয় করে তুলেছে। এর 1000 nit ডিসপ্লেটি যথেষ্ট ব্রাইট ও স্পষ্ট, ফলে সূর্যের আলোতেও সহজেই দেখা যাবে। পাশাপাশি এর মেটাল বডি ও প্রিমিয়াম ফিনিশিং এটিকে আরও শক্তিশালী এবং দীর্ঘস্থায়ী করে তুলেছে। এছাড়াও, Zeblaze Btalk 3 Pro-এর আল্ট্রা-স্লিম ডিজাইন ও আরামদায়ক স্ট্র্যাপ দীর্ঘ সময় পরার উপযোগী।
এডভ্যান্সড ফিচার ও সেন্সর হিসেবে এই স্মার্টওয়াচটিতে থাকছেঃ
- Heart Rate monitor
- Pulse Ox Blood oxygen saturation monitor
- Proximity sensor
- Accelerometer sensor
এছাড়াও এতে মাল্টিপল স্পোর্টস মোড (100+ Sports Mode) রয়েছে, যা আপনাকে দৌড়ানো, হাঁটা, সাইক্লিং, ব্যায়াম, সুইমিং ইত্যাদি ট্র্যাক করতে সাহায্য করবে। এটিতে IP68 ওয়াটার রেসিস্ট্যান্স রেটিং রয়েছে, যার ফলে এটি ধুলো, পানি ও ঘামের সংস্পর্শে নষ্ট হবে না। আপনি বৃষ্টি, হাত ধোয়া, অথবা ওয়ার্কআউটের সময়ও এটি নিশ্চিন্তে ব্যবহার করতে পারবেন। তবে গভীর পানিতে ডুব দেওয়া বা গরম পানিতে ব্যবহার করা এড়িয়ে চলা উচিত।
Zeblaze Btalk 3 Pro একবার চার্জ দিলে ৭-১০ দিন পর্যন্ত ব্যাটারি ব্যাকআপ দিতে সক্ষম, যা সাধারণ স্মার্টওয়াচগুলোর তুলনায় বেশ ভালো। এছাড়াও, এতে ফাস্ট চার্জিং সুবিধা রয়েছে, যা দ্রুত চার্জ সম্পন্ন করতে সহায়তা করে।
দামের দিক থেকে Zeblaze Btalk 3 Pro বেশ সাশ্রয়ী, যা একে অন্যান্য স্মার্টওয়াচের তুলনায় আরও আকর্ষণীয় করে তুলেছে। আধুনিক প্রযুক্তি ও ফিচারের সমন্বয়ে এটি সত্যিই একটি অল-রাউন্ডার স্মার্টওয়াচ!
৫। Apple Watch Series 10

Apple প্রতি বছরই তাদের স্মার্টওয়াচ সিরিজে নতুনত্ব নিয়ে আসে, আর Apple Watch Series 10 সেই ধারাবাহিকতারই এক অনন্য উদাহরণ। এবার Apple আরও উন্নত ডিজাইন, এডভ্যান্সড হেলথ ট্র্যাকিং ও পারফরম্যান্স নিয়ে হাজির হয়েছে, যা একে স্মার্টওয়াচের জগতে নতুন এক উচ্চতায় পৌঁছে দিয়েছে।
তবে, এই সিরিজের সবচেয়ে আকর্ষণীয় দিক হলো এর অত্যাধুনিক সেন্সরসমূহ ও হেলথট্র্যাকিং ফিচার। যারা তাদের দৈনন্দিন জীবনকে আরও স্মার্ট ও কার্যকর করতে চান, তাদের জন্য Apple Watch Series 10 হতে পারে পারফেক্ট চয়েস!
Apple Watch Series 10-এ 496 x 416 pixels এর বড় এবং ব্রাইট OLED ডিসপ্লে রয়েছে, যা আগের মডেলের তুলনায় edge-to-edge ডিজাইন নিয়ে এসেছে। এর Up to 2000 nits ডিসপ্লে এতোই ব্রাইট যে এটি সরাসরি রোদের আলোতেও সহজেই ব্যবহার করা যায়। তাছাড়া, Apple এবারও প্রিমিয়াম বিল্ড কোয়ালিটি বজায় রেখে এই ঘড়িকে আরও টেকসই এবং লাক্সারিয়াস করে তুলেছে।
স্বাস্থ্য সচেতনদের জন্য Apple Watch সবসময়ই সেরা চয়েস। আর Series 10-এ রয়েছে একাধিক কার্যকরী সেন্সরঃ
- Electrical heart sensor
- Third‑generation optical heart sensor
- Temperature sensor
- Compass
- Always‑on altimeter
- High‑g accelerometer
- High dynamic range gyroscope
- Ambient light sensor
- Depth gauge
- Water temperature sensor
নতুন এআই-পাওয়ারড ফিটনেস ট্র্যাকিং টেকনোলজি এটিকে আরও কার্যকর করে তুলেছে। Series 10-এর হার্ট রেট সেন্সর পূর্বের তুলনায় আরও বেশি নির্ভুল রিডিং দিতে সক্ষম। তাছাড়া, এতে ব্লাড অক্সিজেন মনিটরিং (SpO2), স্ট্রেস ট্র্যাকিং এবং স্লিপ অ্যানালাইসিস রয়েছে, যা আপনাকে প্রতিদিনের স্বাস্থ্য পর্যবেক্ষণে সাহায্য করবে। এমনকি, এটি অনিয়মিত হার্টবিট শনাক্ত করতে পারে এবং প্রয়োজনে আপনাকে সতর্কও করবে।
একবার চার্জ দিলে এটি সাধারণ ব্যবহারে ১৮ ঘন্টা পর্যন্ত টিকে থাকতে পারে। এছাড়াও, ফাস্ট চার্জিং প্রযুক্তি থাকায় মাত্র কয়েক মিনিট চার্জ দিয়েই দীর্ঘক্ষণ ব্যবহার করা সম্ভব
Apple Watch Series 10-এ 50m water resistant রয়েছে, যার ফলে এটি সুইমিং, বৃষ্টি, ঘাম এবং ধুলো প্রতিরোধে সক্ষম। আপনি এটি নিয়ে সুইমিং, দৌড়ানো কিংবা অন্যান্য আউটডোর এক্টিভিটিস করতে পারবেন কোনো দুশ্চিন্তা ছাড়াই।
এই স্মার্টোওয়াচে থাকছে ৬৪ জিবি স্টোরেজ এবং কানেক্টিভিটি হিসেবে থাকছেঃ
- GPS
- Cellular
- Wi-Fi
- Bluetooth
Series 10-এর GPS ভেরিয়েন্টটি দিয়ে Wi-Fi দিয়ে কল করা ও রিসিভ করা যাবে এবং এর GPS + Cellular ভেরিয়েন্টটিতে eSIM ফিচারের মাধ্যমে কল করা ও রিসিভ করা যাবে।
যদি আপনি স্মার্টওয়াচের সেরা অভিজ্ঞতা ও Apple-এর স্মার্ট ইকোসিস্টেমের সুবিধা পেতে চান, তাহলে Apple Watch Series 10 নিঃসন্দেহে হবে আপনার সেরা চয়েস!
৬। Galaxy Watch7

লিস্টের এই পর্যায়ে আবারো থাকছে জনপ্রিয় ব্যান্ড স্যামসাং এর অন্যতম লেটেস্ট স্মার্টওয়াচ Galaxy Watch7, আধুনিক প্রযুক্তির সাথে ফ্যাশনের এক চমৎকার মিশ্রণ দেখা যায়। আগের তুলনায় আরও ভালোমানের প্রসেসর, হেলথ মনিটরিং ফিচার এবং শক্তিশালী ব্যাটারি থাকায় এটি যে কোনো স্মার্টওয়াচ ব্যবহারকারীর জন্য একটি দুর্দান্ত চয়েস হতে পারে।
Galaxy Watch7-এ ব্যবহার করা হয়েছে সুপার AMOLED ডিসপ্লে। এর এজ-টু-এজ ডিসপ্লে এবং মসৃণ ডিজাইন এটিকে আরও স্টাইলিশ করে তুলেছে। প্রিমিয়াম মেটাল ফিনিশিং-এর কারণে এটি দেখতে যেমন চমৎকার, তেমনই হাতে পরতেও আরামদায়ক।
Samsung এবার Watch7-এ নতুন এক্সিনোস প্রসেসর ব্যবহার করেছে, যা স্মার্টওয়াচটির স্পিড ও প্রসেসিং পাওয়ারকে আরও গতিশীল করেছে। এই প্রসেসরটি একটি 3nm টেকনোলজির 5 Core প্রসেসর। এর পাশাপাশি ওয়াচটিতে ২ জিবি র্যাম ও ৩২ জিবি রম থাকায় স্মার্ট ফিচারগুলো স্মুথলি কাজ করে এবং আগের তুলনায় ব্যাটারি লাইফও দীর্ঘস্থায়ী। আপনি একবার চার্জ দিয়েই দীর্ঘ সময় ব্যবহার করতে পারবেন। এছাড়াও দ্রুত চার্জ দেয়ার জন্য থাকছে 10W wireless (Qi) চার্জিং প্রযুক্তি।
40mm ও 44mm সাইজের Wi-Fi/ Wi-Fi + Cell- এই দুই ভেরিয়েন্টে স্মার্টওয়াচটি বর্তমানে পাচ্ছেন তিনটি আকর্ষণীয় কালারেঃ
- Cream
- Green
- Silver
Galaxy Watch7-এর সবচেয়ে আকর্ষণীয় দিক হলো এর এডভ্যান্সড হেলথ ট্রাকিং ফিচার। এতে রয়েছে হার্ট রেট মনিটরিং, ব্লাড অক্সিজেন (SpO2) ট্র্যাকিং, স্লিপ অ্যানালাইসিস, ইসিজি এবং আরও অনেক কিছু। বিশেষ করে, নতুন এআই-পাওয়ারড ফিটনেস ট্র্যাকিং ফিচার আপনার শারীরিক কার্যকলাপকে আরও ভালোভাবে পর্যবেক্ষণ করতে সক্ষম। এটি শুধুমাত্র একটি ঘড়ি নয়, বরং একটি স্মার্ট লাইফস্টাইল ডিভাইস যা আপনার দৈনন্দিন কাজকে আরও সহজ করবে।
৭। Mi Smart Band 9 Pro

Xiaomi আবারও তাদের জনপ্রিয় স্মার্ট ব্যান্ড সিরিজে নতুন চমক নিয়ে এসেছে। এবার Xiaomi আরও বড় ডিসপ্লে, উন্নত সেন্সর, বিল্ট-ইন GPS এবং দীর্ঘস্থায়ী ব্যাটারি নিয়ে হাজির হয়েছে, যা ফিটনেস প্রেমীদের জন্য নিঃসন্দেহে একটি বড় আপগ্রেড।
Mi Smart Band 9 Pro-তে রয়েছে 1.74 ইঞ্চির বড় AMOLED ডিসপ্লে। এর edge-to-edge ডিজাইন ডিভাইসটিকে আরও প্রিমিয়াম লুক দিয়েছে, এবং অ্যালুমিনিয়াম ফ্রেম এটিকে দীর্ঘস্থায়ী ও মজবুত করে তুলেছে। ডিসপ্লেটির টাচ রেসপন্স দুর্দান্ত এবং 1200 nits HBM brightness থাকায় সব ধরনের আলোতে সহজেই স্ক্রিন দেখা যায়।
Band 9 Pro-এর বিল্ট-ইন GPS আপনার রানিং, সাইক্লিং বা অন্যান্য আউটডোর এক্টিভিটি ট্র্যাক করতে পারবে। তাছাড়া, এতে হার্ট রেট সেন্সর, SpO2 মনিটরিং, স্ট্রেস ট্র্যাকিং এবং স্লিপ অ্যানালাইসিস ফিচার যুক্ত করা হয়েছে। 100+ স্পোর্টস মোডের পাশাপাশি এতে অটোমেটিক এক্টিভিটি ডিটেকশন রয়েছে, যা আপনার শরীরের নড়াচড়া বুঝে স্বয়ংক্রিয়ভাবে ফিটনেস ট্র্যাকিং চালু করতে পারে।
Xiaomi সবসময় তাদের স্মার্ট ব্যান্ডের ব্যাটারি লাইফ নিয়ে ব্যবহারকারীদের সন্তুষ্ট রেখেছে। Mi Smart Band 9 Pro সাধারণ ব্যবহারে ২১ দিনের ব্যাকআপ দিতে সক্ষম। এছাড়াও, এতে ফাস্ট চার্জিং সাপোর্ট থাকায় মাত্র এক ঘণ্টার কম সময়েই এটি পুরোপুরি চার্জ হয়ে যায়।
Mi Smart Band 9 Pro-কে একটি সম্পুর্ণ ওয়াটারপ্রুফ মোবাইল ঘড়ি বলা চলে। 5ATM ওয়াটার রেজিস্ট্যান্স থাকায় এটি ৫০ মিটার পর্যন্ত পানির নিচে ব্যবহারযোগ্য। ফলে সুইমিং, বৃষ্টি বা ঘামের কারণে এটি ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কা নেই।
৮। Huawei Band 9

আমরা আমাদের সেরা মোবাইল ঘড়ি লিস্টের একেবারে শেষে চলে এসেছি। এই পর্যায়ে থাকছে জনপ্রিয় Huawei ব্যান্ডের ফিটনেস ব্যান্ড সিরিজের নতুন সংযোজন Huawei Band 9 স্মার্টওয়াচ। যারা প্রচলিত স্মার্টওয়াচের চেয়ে হালকা, এবং স্টাইলিশ ফিটনেস ব্যান্ড খুঁজছেন, তাদের জন্য এটি হতে পারে পারফেক্ট চয়েস।
Huawei Band 9-এ রয়েছে 1.47-ইঞ্চির AMOLED ডিসপ্লে। এর স্লিম এবং মাত্র ১৪ গ্রামের লাইটওয়েট ডিজাইন এটিকে আরামদায়ক করে তুলেছে, ফলে এটি সারা দিন পরে থাকলেও কোনো অসুবিধা হবে না।
Huawei Band 9 মূলত ফিটনেস ও হেলথ ট্র্যাকিং-এর জন্য বিশেষভাবে ডিজাইন করা হয়েছে। কার্যকর সেন্সর হিসেবে এতে রয়েছেঃ
- Accelerometer sensor
- Gyroscope sensor
- Magnetometer sensor
- Optical heart rate sensor
- Ambient light sensor
২৪/৭ হার্ট রেট মনিটরিং, ব্লাড অক্সিজেন (SpO2) ট্র্যাকিং, স্লিপ অ্যানালাইসিস, স্ট্রেস মনিটরিংসহ আরও অনেক ফিচার তো থাকছেই। এর পাশাপাশি Huawei Band 9-এর নতুন TruSleep™ 4.0 টেকনোলজি আপনার ঘুমের প্যাটার্ন বিশ্লেষণ করে উন্নত ঘুমের পরামর্শ দিতে সক্ষম।
Huawei Band 9-এ ৯৬+ স্পোর্টস মোড রয়েছে, যার মাধ্যমে দৌড়ানো, সাইক্লিং, সাঁতার, জিম ও অন্যান্য এক্টিভিটিসমূহ ট্র্যাক করা সম্ভব। এটি অটোমেটিক এক্টিভিটি ডিটেকশন ফিচার সাপোর্ট করে, ফলে আপনি ব্যায়াম শুরু করলেই এটি নিজে থেকেই ট্র্যাকিং চালু করবে।
Huawei Band 9-এর ব্যাটারি ব্যাকআপ ১৪ দিন পর্যন্ত যেতে পারে। এমনকি হেভি ইউজের ক্ষেত্রেও ৭-১০ দিন পর্যন্ত চার্জ ধরে রাখতে পারে। ফাস্ট চার্জিং সুবিধার কারণে মাত্র ৫ মিনিট চার্জ দিলেই এটি ২ দিন ব্যবহার করা সম্ভব।
Huawei Band 9 মূলত স্লিম ডিজাইন, লাইটওয়েট, এডভ্যান্সড হেলথ ও ফিটনেস ট্র্যাকিং, লং-লাস্টিং ব্যাটারি এবং প্রিমিয়াম বিল্ড কোয়ালিটির একটি অসাধারণ সংমিশ্রণ। যারা একটি ফিচার-প্যাকড স্মার্ট ব্যান্ড খুঁজছেন, তাদের জন্য এটি নিঃসন্দেহে সেরা চয়েস হতে পারে।
আপনার পছন্দের স্মার্টওয়াচ নিন Apple Gadgets থেকে।! Apple Gadget-এ পাওয়া যাচ্ছে Galaxy Watch7, Galaxy Fit3, Zeblaze Btalk 3 Pro,CMF by Nothing Watch Pro 2, Apple Watch Series 10, Mi Smart Band 9/9 Pro, Huawei Band 9 সহ আরও জনপ্রিয় ব্যান্ডের স্মার্টওয়াচ বিশেষ ছাড়ে। আমাদের কাছে রয়েছে ১০০% অরিজিনাল প্রোডাক্ট, আকর্ষণীয় ডিসকাউন্ট, ওয়্যারেন্টি সুবিধা এবং ফাস্ট ডেলিভারি। এখনই ভিজিট করুন www.applegadgetsbd.com এবং আপনার পছন্দের স্মার্টওয়াচটি কিনে নিন সেরা দামে!
উপসংহার
বর্তমান প্রযুক্তির যুগে স্মার্টওয়াচ এবং ফিটনেস ব্যান্ড শুধু সময় দেখানোর যন্ত্র নয়, বরং একটি স্মার্ট লাইফস্টাইল ডিভাইস হয়ে উঠেছে। Samsung, Xiaomi, Huawei, Apple, এবং অন্যান্য ব্র্যান্ডগুলো এখন এমন সব ডিভাইস তৈরি করছে, যেগুলো হেলথ মনিটরিং, ফিটনেস ট্র্যাকিং, স্মার্ট নোটিফিকেশন এবং দীর্ঘস্থায়ী ব্যাটারি সাপোর্ট দেয়।
আপনার চাহিদা এবং বাজেট অনুযায়ী সেরা স্মার্টওয়াচ বা ফিটনেস ব্যান্ড বেছে নিন। স্মার্ট ডিভাইসের এই নতুন যুগে, প্রযুক্তির সঠিক ব্যবহারই আপনার দৈনন্দিন জীবনকে আরও সহজ ও স্বাস্থ্যকর করে তুলতে পারে!

Mohammad Shariful Islam is the CEO and MD of Apple Gadgets, a leading e-commerce and retail chain for gadgets in Bangladesh. He has a passion for technology, entrepreneurship, and holds a decade of experience in gadget E-Commerce. He’s committed to providing the best possible shopping experience for customers by delivering the latest and trendy gadgets.