১২০০০ হাজার টাকার মধ্যে বেস্ট ফোন
আপনি কি ১২,০০০ টাকার মধ্যে একটি ভালো মোবাইল খুঁজছেন? কম বাজেটে মানসম্মত স্মার্টফোন কেনার সময় অনেকেই দ্বিধায় পড়ে যান – কোন ব্র্যান্ডের ফোনটি ভালো হবে, কোনটি বেশি টেকসই, আর পারফরম্যান্সের দিক থেকে কোনটি সেরা? আজকাল বাজেট স্মার্টফোনগুলোর মধ্যে বেশ কিছু চমৎকার অপশন পাওয়া যায়, যেখানে আপনি ভালো ক্যামেরা, শক্তিশালী প্রসেসর, লং ব্যাটারি লাইফ এবং আকর্ষণীয় ডিজাইন পেয়ে যাবেন।
এই ব্লগ পোস্টে আমরা ১২,০০০ টাকার মধ্যে সেরা মোবাইল ফোনগুলোর তুলনা করব এবং এগুলোর মেইন ফিচার, পারফরম্যান্স, ক্যামেরা কোয়ালিটি এবং ব্যাটারি লাইফ নিয়ে বিস্তারিত আলোচনা করা হবে, যাতে আপনি আপনার প্রয়োজন অনুযায়ী সবচেয়ে ভালো ডিভাইসটি বেছে নিতে পারেন। চলুন, শুরু করা যাক!
১২ হাজার টাকার মধ্যে ৭টি ভালো ফোন
Galaxy F05

আমাদের আজকের লিস্টের শুরুতেই থাকছে জনপ্রিয় ব্রান্ডভ্যালু সমৃদ্ধ Samsung-এর Galaxy F05 মডেলটি। এই বাজেট ফ্রেন্ডলি স্মার্টফোনটি ২০২৪ সালের সেপ্টেম্বরে বাজারে লঞ্চ হয়েছে। বাজেট-রেঞ্জ ইউজারদের জন্য এটি ১২,০০০ টাকার মধ্যেই দারুণসব ফিচার এবং স্মুথ পারফরম্যান্স দিতে সক্ষম।
এই ডিভাইসটিতে ৬.৭ ইঞ্চি PLS LCD ডিসপ্লে রয়েছে, যার রেজোলিউশন ৭২০ x ১৬০০ পিক্সেল। এটির ডিসপ্লে ৬০ হার্জ রিফ্রেশ রেটের হলেও যথেষ্ট স্মুথ। এর পাশাপাশি Samsung Galaxy F05-এর ডিজাইন মসৃণ এবং হালকা গঠনের, যার ওজন মাত্র ১৯৫ গ্রাম। বর্তমানে এটি টুইলাইট ব্লু কালারে পাওয়া যাচ্ছে।
Samsung Galaxy F05-এ চিপসেট হিসেবে রয়েছে Mediatek Helio G85 যার অক্টা-কোর সিপিইউতে ২টি ২.০ গিগাহার্টজ Cortex-A75 এবং ৬টি ১.৮ গিগাহার্টজ Cortex-A55 কোর রয়েছে। পাশাপাশি গ্রাফিক্সের জন্য এতে Mali-G52 MC2 জিপিইউ ব্যবহৃত হয়েছে।
ডিভাইসটিতে ৪ জিবি র্যাম এবং ৬৪ জিবি ইন্টারনাল স্টোরেজ রয়েছে। এটি Android 14 তে পাওয়া যাবে এবং পরবর্তীতে দুইটি মেজর এনড্রয়েড ভার্সন আপডেট করে নিতে পারবেন।
ক্যামেরার ক্ষেত্রে, Samsung Galaxy F05-এ ডুয়াল রিয়ার ক্যামেরা সেটআপ রয়েছে।
- ৫০ মেগাপিক্সেলের মেইন ক্যামেরা (f/1.8 অ্যাপারচার সহ)
- ২ মেগাপিক্সেল ডেপথ সেন্সর ক্যামেরা।
এছাড়াও সামনের দিকে রয়েছে ৮ মেগাপিক্সেল সেলফি ক্যামেরা।
ডিভাইসটির ৫০০০ মিলিঅ্যাম্পিয়ার ব্যাটারি চার্জ করার জন্য থাকছে ২৫ ওয়াট ফাস্ট চার্জিং টেকনোলজি। কানেক্টিভিটি হিসেবে ডুয়াল সিম, ৪জি, ওয়াই-ফাই ৫, ব্লুটুথ ৫.৩ এবং জিপিএস সাপোর্ট তো রয়েছেই।
আরও পরুনঃ– ১৫ হাজার টাকার মধ্যে সেরা মোবাইল ফোন
Realme Note 60

আমাদের লিস্টের এই পর্যায়ে থাকছে জনপ্রিয় ও আস্থার ব্রান্ড রিয়েলমি এর Realme Note 60 স্মার্টফোনটি। এটি আকর্ষণীয় ফিচার এবং সাশ্রয়ী মূল্যের জন্য দ্রুত জনপ্রিয়তা অর্জন করেছে। যারা বাজেটের মধ্যে থাকার পাশাপাশি পারফরম্যান্স, দীর্ঘস্থায়ী ব্যাটারি এবং চমৎকার ডিসপ্লেসমৃদ্ধ স্মার্টফোন চান, তাদের জন্য এটি বেস্ট অপশন হতে পারে।
এই ডিভাইসটিতে ব্যবহৃত হয়েছে Unisoc Tiger T612 চিপসেট এবং গ্রাফিক্সের জন্য এতে রয়েছে Mali-G57 জিপিইউ। প্রসেসর ও জিপিউ-এর এই সমন্বয় গেমিং এবং মাল্টিমিডিয়া অভিজ্ঞতাকে আরও সমৃদ্ধ করবে।
Realme Note 60-তে ৬.৭৪ ইঞ্চির আইপিএস এলসিডি ডিসপ্লে রয়েছে, যার রেজোলিউশন HD+ ৭২০ x ১৬০০ পিক্সেল। ৯০ হার্জ রিফ্রেশ রেটের মাধ্যমে ডিসপ্লেটি মসৃণ ভিজ্যুয়ালের পাশাপাশি ফাস্ট টাচ রেসপন্স নিশ্চিত করে। এছাড়া, ৫৬০ নিটস পর্যন্ত পিক ব্রাইটনেস এবং আই কমফোর্ট মোডের মাধ্যমে এটি উজ্জ্বল আলোতেও স্পষ্ট ভিউ এবং চোখের সুরক্ষা প্রদান করতে সক্ষম।
স্টোরেজ ও র্যামের ক্ষেত্রে এটি বিভিন্ন ভেরিয়েন্টে পাওয়া যায়, যেমনঃ
- 4/64GB
- 4/128GB
- 6/128GB
- 8/256GB
তবে শুধু প্রথম দুইটি ভেরিয়েন্টই বর্তমানে ১২ হাজারের আশেপাশে পাওয়া যাবে।
ডিভাইসটির প্রধান ক্যামেরা ৩২ মেগাপিক্সেল যা এই বাজেট রেঞ্জে অটোফোকাস সাপোর্ট করে। তাছাড়া সেলফি এবং ভিডিও কলের জন্য এতে রয়েছে ৫ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা।
Realme Note 60-তে রয়েছে ৫,০০০ মিলিঅ্যাম্পিয়ার ব্যাটারি, যা রেগুলার ইউজে ১ দিন পর্যন্ত স্থায়ী হতে পারে। সেন্সর ও কানেক্টিভিটির দিক থেকে ডিভাইসটিতে সাইড-মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট সেন্সর, অ্যাক্সিলোমিটার, প্রক্সিমিটি এবং কম্পাস সেন্সরের পাশাপাশি ডুয়াল-ব্যান্ড ওয়াই-ফাই, ব্লুটুথ ৫.০ এবং জিপিএস সাপোর্ট রয়েছে।
আরও পরুনঃ– ২৫ হাজার টাকার মধ্যে বাজারের সেরা স্মার্টফোন
Samsung Galaxy M05

এই পর্যায়ে আবারো রাখতে হচ্ছে জনপ্রিয়তার শীর্ষে থাকা স্যামসাং ব্যান্ডের এর Galaxy M05 মডেলটি।
ডিভাইসটিতে ৬.৭ ইঞ্চি PLS LCD ডিসপ্লে রয়েছে। এর ডিজাইনও বেশ হালকা এবং বর্তমানে এটি মিন্ট গ্রীন কালারে পাওয়া যাচ্ছে। Samsung Galaxy M05-এ Mediatek Helio G85 চিপসেট রয়েছে, যা ১২ nm টেকনোলজিতে বিল্ড করা। এর পাশাপাশি ফোনটির গ্রাফিক্স ইউনিটের জন্য Mali-G52 MC2 জিপিইউ ব্যবহৃত হয়েছে।
বর্তমানে ফোনটির একটিমাত্র ভেরিয়েন্ট, ৪ জিবি র্যাম এবং ৬৪ জিবি ইন্টারনাল স্টোরেজ রয়েছে। এর ক্যামেরার ক্ষেত্রে ডুয়াল রিয়ার ক্যামেরা সেটআপ রয়েছে।
- ৫০ মেগাপিক্সেল মেইন ক্যামেরা (f/1.8 অ্যাপারচার সহ)
- ২ মেগাপিক্সেল ডেপথ সেন্সর ক্যামেরা।
এছাড়াও সামনের দিকে ৮ মেগাপিক্সেল সেলফি ক্যামেরা রয়েছে। ডিভাইসটির ব্যাটারি ক্ষমতা ৫০০০ মিলিঅ্যাম্পিয়ার হওয়ায় এটি লং ব্যাটারি লাইফ দিতে সক্ষম। পাশাপাশি এটি ২৫ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট করায় দ্রুত সময়ে ফোন চার্জ করা সম্ভব।
আরও পরুনঃ– ১৫০০০ টাকায় সেরা গেমিং ফোন
Poco C65

বাজেট ফ্রেন্ডলি স্মার্টফোন মার্কেটে POCO বেশ সমাদৃত। Poco C65 ঠিক তেমনই একটি সাশ্রয়ী মূল্যের স্মার্টফোন, যা উন্নত ফিচার এবং স্মুথ পারফরম্যান্সের জন্য সবার কাছে পরিচিত।
ডিভাইসটিতে ৬.৭৪ ইঞ্চি IPS LCD ডিসপ্লে ব্যবহার করা হয়েছে। এটি ৯০ হার্জ রিফ্রেশ রেট এবং ৬০০ নিটস পর্যন্ত ব্রাইটনেস সাপোর্ট করে, যা উজ্জ্বল এবং স্পষ্ট ভিজ্যুয়াল অভিজ্ঞতার জন্য যথেষ্ট ভালো।
Poco C65-এ Mediatek Helio G85 চিপসেট রয়েছে। পাশাপাশি গ্রাফিক্সের জন্য এই ফোনটি Mali-G52 MC2 জিপিইউ ব্যবহার করেছে।
বর্তমানে এই ডিভাইসটির 4/128GB ভেরিয়েন্টটি ১২ হাজার টাকার মধ্যে পাওয়া যাচ্ছে। এই ফোনটি Android 13 ভিত্তিক MIUI 14 for POCO অপারেটিং সিস্টেমে পাবেন যা আপনাকে চমৎকার এক ইউজার এক্সপেরিয়েন্স দিবে।
ক্যামেরার ক্ষেত্রে, Poco C65-এ ট্রিপল রিয়ার ক্যামেরা সেটআপ রয়েছে।
- ৫০ মেগাপিক্সেল মেইন ক্যামেরা।
- ২ মেগাপিক্সেল ডেপথ সেন্সর।
- ০.০৮ মেগাপিক্সেল AI লেন্স।
এছাড়া সামনের দিকে, ৮ মেগাপিক্সেল সেলফি ক্যামেরা রয়েছে। এর রিয়ার ও ফ্রন্ট ক্যামেরা উভয়ই 1080P রেজোলিউশনে ভিডিও ধারণ করতে সক্ষম। ডিভাইসটির ব্যাটারি ক্ষমতা ৫০০০ মিলিঅ্যাম্পিয়ার হওয়ায় এটি লং ব্যাটারি লাইফ প্রদান করে। এছাড়া, এটি ১৮ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট করায় অল্প সময়ে ফুল চার্জ দিতে পারবেন।
Poco C65 আনলকিং এর জন্য রয়েছে ফাস্ট Fingerprint (side-mounted) সেন্সর। ফোনটি বর্তমানে ম্যাট ব্ল্যাক, প্যাস্টেল ব্লু এবং প্যাস্টেল গ্রিন কালার ভেরিয়েন্টে পাওয়া যাচ্ছে।
আরও পরুনঃ– ১০০০০ টাকার মধ্যে ভালো স্মার্টফোন
Infinix Smart 8 Pro

২০২৪ সালের শুরুতে আসা Infinix Smart 8 Pro তার বাজেট ফ্রেন্ডলি প্রাইসিং এর জন্য বেশ জনপ্রিয়। ডিভাইসটিতে ৬.৬ ইঞ্চি IPS LCD ডিসপ্লে রয়েছে। এটি ৯০ হার্জ রিফ্রেশ রেট সাপোর্ট করে।
Infinix Smart 8 Pro-এ চিপসেট হিসেবে রয়েছে Mediatek Helio G36। ডিভাইসটিতে স্টোরেজ হিসেবে থাকছে ৪ জিবি জিবি র্যাম ১২৮ জিবি ইন্টারনাল স্টোরেজ, যা এই বাজেট রেঞ্জে এক দুর্দান্ত অপশন।ক্যামেরার ক্ষেত্রে, Infinix Smart 8 Pro-এ ৫০ মেগাপিক্সেল মেইন ক্যামেরার সাথে ০.০৮ মেগাপিক্সেল সহায়ক লেন্স রয়েছে। পাশাপাশি ফ্রন্টে ৮ মেগাপিক্সেল সেলফি ক্যামেরা রয়েছে। এই সেলফি ক্যামেরাটি ওয়াইড ছবি নিতে সক্ষম।
ডিভাইসটির ব্যাটারি ক্ষমতা ৫০০০ মিলিঅ্যাম্পিয়ার এবং সাথে থাকছে ১০ ওয়াট এর চার্জার। Infinix Smart 8 Pro গ্যালাক্সি হোয়াইট, শাইনি গোল্ড এবং টিম্বার ব্ল্যাক কালার ভেরিয়েন্টে পাওয়া যাচ্ছে। সিকিউরিটি ও ফাস্ট আনলকিং এর জন্য এতে সাইড-মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট সেন্সর যুক্ত করা হয়েছে।
Infinix Smart 9

Infinix Smart 9 হল Infinix ব্যান্ডের আরেকটি বাজেট রেঞ্জের চমৎকার স্মার্টফোন। যারা সাশ্রয়ী মূল্যে ভালো পারফরম্যান্স চান, তাদের জন্য এটি দারুণ একটি ডিভাইস।
পারফরম্যান্সের ক্ষেত্রে এটি Mediatek Helio G81 চিপসেট ব্যবহার করা হয়েছে, যার অক্টা-কোর প্রসেসরে Cortex-A75 কোর রয়েছে। এটি সাধারণ কাজের পাশাপাশি হালকা গেমিং ও মাল্টিটাস্কিংয়ের জন্য যথেষ্ট ভালো। পাশাপাশি গ্রাফিক্সের জন্য এতে Mali-G52 জিপিইউ ব্যবহার করা হয়েছে, যা বাজেটের মধ্যে ভালো ভিজ্যুয়াল পারফরম্যান্স দিতে সক্ষম।
এই ফোনে ১২০ হার্জ রিফ্রেশ রেট সাপোর্টেড ৬.৭ ইঞ্চির বড় IPS LCD ডিসপ্লে রয়েছে। স্টোরেজ অপশনের ক্ষেত্রে, এতে দুইটি ভেরিয়েন্ট পাওয়া যাবেঃ
- 3GB/64GB
- 4GB/128GB
অপারেটিং সিস্টেম হিসেবে এটি Android 14 (Go Edition) এবং Infinix-এর XOS 14 ইন্টারফেসে চলে, যা অত্যন্ত ইউজারফ্রেন্ডলি।
ক্যামেরার দিক থেকে ফোনটির ৫০ মেগাপিক্সেলের মেইন ক্যামেরার সাথে একটি AI লেন্স রয়েছে। এটি স্ট্যান্ডার্ড ফটোগ্রাফির জন্য যথেষ্ট ভালো। এই মেইন ক্যামেরায় ভিডিও রেকর্ডিং সর্বোচ্চ 1920×1080 রেজোলিউশনে করা যাবে। তাছাড়া ফোনটির সেলফি ক্যামেরা ৮ মেগাপিক্সেলের।
এই ফোনটিতে ৫০০০mAh ব্যাটারি থাকায় একবার চার্জ দিলে সহজেই পুরো দিন চালানো যাবে। যদিও এতে ১০ ওয়াট চার্জিং সাপোর্ট রয়েছে, তাও চার্জিং স্পিড মোটামুটি ভালো পাবেন। সিকিউরিটি ও ফোন আনলকিং এর জন্য এতে সাইড-মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট সেন্সরও যুক্ত করা হয়েছে।
Infinix Smart 9-এর ডিজাইনও বেশ চমৎকার, ওজন ১৮৮ গ্রাম এবং থিকনেস ৮.৪ মি.মি। এটি মেটালিক ব্ল্যাক, নিও টাইটানিয়াম, মিন্ট গ্রিন এবং স্যান্ডস্টোন গোল্ড কালারে বাজারে পাওয়া যাবে। যারা কম বাজেটে ভালো ডিসপ্লে, দীর্ঘস্থায়ী ব্যাটারি, এবং স্ট্যান্ডার্ড পারফরম্যান্স চান, তাদের জন্য Infinix Smart 9 হতে পারে একটি দারুণ অপশন।
Realme Note 50

আমাদের আজকের লিস্টের একদম শেষে রয়েছে Realme Note 50, যেটি দীর্ঘদিন ধরে বাজেট স্মার্টফোন মার্কেটে বেশ সাড়া ফেলে আসছে। এই বাজেট রেঞ্জে ৯০ হার্জ রিফ্রেশ রেট সাপোর্ট করায় এই ফোনটি বেশ নজরকাড়া।
৬.৭৪ ইঞ্চি IPS LCD ডিসপ্লে সংবলিত এই ডিভাইসটির ডিজাইন অত্যন্ত স্মুথ এবং হালকা। বাজেটের মধ্যে যারা একটি স্টাইলিশ লুক চান, তাদের জন্য এই ডিভাইসটি হতে পারে সেরা চয়েজ। Realme Note 50-এ Unisoc Tiger T612 চিপসেট রয়েছে এবং গ্রাফিক্সের জন্য এটিতে Mali-G57 জিপিইউ ব্যবহৃত হয়েছে।
বর্তমানে ডিভাইসটি দুইটি স্টোরেজ ভেরিয়েন্টে পাওয়া যাচ্ছেঃ
- 4/64GB
- 4/128GB
ক্যামেরার ক্ষেত্রে, Realme Note 50-এ ১৩ মেগাপিক্সেল মেইন ক্যামেরা রয়েছে, যা PDAF সাপোর্ট করে। এর সাথে একটি এ আই auxiliary lens-ও করেছে। ফোনটির সামনের দিকে, ৫ মেগাপিক্সেল সেলফি ক্যামেরা রয়েছে, যা দিয়ে ওয়াইড এঙ্গেলে ছবি তোলা সম্ভব। এই ফোনটির রিয়ার ক্যামেরা 1080P রেজোলিউশনে এবং ফ্রন্ট ক্যামেরা 720P রেজোলিউশনে ভিডিও ধারণ করতে সক্ষম।
ডিভাইসটির ব্যাটারি ক্ষমতা ৫০০০ মিলিঅ্যাম্পিয়ার এবং, এটি ১০ ওয়াট চার্জিং সাপোর্ট করে।
Apple Gadgets – এ ১২ হাজার টাকার মধ্যে পাওয়া যায় বেশ কিছু চমৎকার বাজেট স্মার্টফোন। দাম কম হলেও পারফরম্যান্সে এগুলো কোন কমতি রাখে না। এখানে আপনি পাবেন নানা জনপ্রিয় ব্র্যান্ডের স্মার্টফোন, যেমন Samsung, Redmi, Poco, এবং Realme, যেগুলো শক্তিশালী প্রসেসর, লং ব্যাটারি লাইফ, এবং অসাধারণ ক্যামেরা ফিচারের সমন্বয়ে তৈরি। এই ফোনগুলো আপনার দৈনন্দিন কাজ, গেমিং অথবা মিডিয়া কনসাম্পশন যেমন ভিডিও দেখা, সোশ্যাল মিডিয়ায় স্ক্রল করা ইত্যাদির জন্য সেরা। Apple Gadgets – এ এখন এসব স্মার্টফোন কিনতে পারবেন সাশ্রয়ী মূল্যে ও আকর্শনীয় সব ডিসকাউন্ট অফারে।
বর্তমানে, ১২,০০০ টাকার মধ্যে বেশ কিছু চমৎকার স্মার্টফোন বাজারে পাওয়া যাচ্ছে, যা আপনার প্রয়োজনীয় পারফরম্যান্স, ক্যামেরা, ডিসপ্লে এবং ব্যাটারি লাইফের জন্য সেরা হতে পারে। সব মিলিয়ে, উপরের ফোনগুলো থেকে স্পষ্ট যে, সাশ্রয়ী দামে স্মার্টফোনের মধ্যে অত্যাধুনিক ফিচার এবং শক্তিশালী পারফরম্যান্সের কোনও কমতি নেই। আপনার প্রয়োজনের ওপর ভিত্তি করে, আপনি নিশ্চিতভাবেই একটি ভালো স্মার্টফোন নির্বাচন করতে পারবেন যা আপনার দৈনন্দিন কাজের জন্য যথেষ্ট কার্যকরী হবে।

Adnan Rashed Khan is the Director of Apple Gadgets, known for his passion for creative technology solutions. He shares technical tips and tricks to enhance user experiences and streamline processes. Adnan’s innovative approach and commitment to excellence make him a leading figure in the tech industry.