১৫০০০ টাকার মধ্যে ভালো মোবাইল

১৫ হাজার টাকার মধ্যে সেরা মোবাইল ফোন!

স্মার্টফোন কেনার ক্ষেত্রে সবার বাজেট একরকম নয়। ১৫,০০০ টাকার মধ্যে একটি ভালো মোবাইল খুঁজে পাওয়া বেশ চ্যালেঞ্জিং হতে পারে। এই বাজেটে এমন ফোন চাই, যা ভালো পারফরম্যান্স দেবে, ক্যামেরা মানসম্মত হবে, ব্যাটারি দীর্ঘস্থায়ী থাকবে এবং সব মিলিয়ে ভালো ইউজার এক্সপেরিয়েন্স দেবে।

কিন্তু প্রশ্ন হলো, এত কম বাজেটে কী সত্যিই ভালো ফোন পাওয়া সম্ভব? হ্যাঁ, সম্ভব! বিভিন্ন ব্র্যান্ড এখন ১৫,০০০ টাকার মধ্যে বেশ কিছু আকর্ষণীয় স্মার্টফোন অফার করছে, যেগুলো গেমিং, ফটোগ্রাফি, ব্যাটারি লাইফ এবং সামগ্রিক পারফরম্যান্সের দিক থেকে বেশ ভালো। এই ব্লগে আমরা জানবো কোন ফোনগুলো এই বাজেটে সেরা, কী কী ফিচার সেগুলোতে রয়েছে এবং কোন ব্র্যান্ডের কোন মডেলগুলো আপনার জন্য উপযুক্ত। চলুন, বিস্তারিত জেনে নেওয়া যাক!

১৫০০০ টাকায় সেরা ৭টি স্মার্টফোন

1. Redmi 14c

Redmi 14c

আমাদের আজকের লিস্টের শুরুতেই রাখছি জনপ্রিয় শাওমি ব্রান্ডের Redmi 14c স্টাইলিশ স্মার্টফোনটিকে। এই ডিভাইসের মূল আকর্ষণ হলো এর শক্তিশালী MediaTek Helio G85 প্রসেসর এবং Mali-G52 MC2 GPU, যা গেমিং ও মাল্টিটাস্কিংয়ের জন্য বেশ ভালো পারফরম্যান্স দিতে সক্ষম। 

এছাড়াও এই ফোনে 120Hz রিফ্রেশ রেটের বিশাল 6.88-ইঞ্চি HD+ ডিসপ্লে রয়েছে, যা আপনার স্ক্রলিং ও ভিডিও দেখার অভিজ্ঞতাকে অসাধারণ করে তুলবে। ফোনটি দীর্ঘ সময় ব্যবহারের জন্য মাত্র 200 গ্রাম ওজনের সুবিধাজনক ডিজাইন করা হয়েছে। 

এই স্মার্টফোনটির বর্তমানে দুইটি ভেরিয়েন্টে পাওয়া যাবেঃ 

  • 6/128GB
  • 8/256GB

ক্যামেরার দিক থেকে Redmi 14c বেশ ভালো পারফরম্যান্স দেয়, কারণ ফোনটিতে 50MP-এর মেইন সেন্সর এবং 2MP ডেপথ সেন্সর যুক্ত করা হয়েছে। সেলফির জন্য রয়েছে 13MP ফ্রন্ট ক্যামেরা, যা স্ট্যান্ডার্ড মানের ছবি তুলতে সহায়তা করবে।

আরও পরুনঃ ১০ হাজার টাকার মধ্যে ভালো স্মার্টফোন

ফোনটির ব্যাটারি পারফরম্যান্সও বেশ ভালো, কারণ এতে 5160mAh ব্যাটারি রয়েছে, যা সহজেই একদিনের বেশি ব্যাকআপ দিতে পারে। এছাড়া 18W ফাস্ট চার্জিং সাপোর্ট থাকায় দ্রুত চার্জ করা সম্ভব।

অপারেটিং সিস্টেম হিসেবে এতে MIUI 14 (Android 14 বেসড) ব্যবহার করা হয়েছে। নিরাপত্তার জন্য সাইড-মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট সেন্সর এবং ফেস আনলক ফিচারও অন্তর্ভুক্ত করা হয়েছে।

যদি আপনি ১৫,০০০ টাকার মধ্যে একটি পাওয়ারফুল ও দীর্ঘস্থায়ী স্মার্টফোন খুঁজে থাকেন, তাহলে Redmi 14C নিঃসন্দেহে একটি ভালো অপশন হতে পারে। এর শক্তিশালী প্রসেসর, উন্নত ক্যামেরা, লং ব্যাটারি লাইফ ও স্মুথ ডিসপ্লে একে বাজেট রেঞ্জের অন্যতম সেরা চয়েস করে তুলেছে।

2. Samsung Galaxy A06

Samsung Galaxy A06

বাজেটের মধ্যে সেরা স্মার্টফোনের প্রসঙ্গ আসলে Samsung-কে বাদ দেয়ার অপশন নেই। তাই লিস্টের এই পর্যায়ে থাকছে স্যামসাংয়ের বাজেট রেঞ্জের অন্যতম আকর্ষণীয় স্মার্টফোনSamsung Galaxy A06, যা সাধ্যের মধ্যে ভালো পারফরম্যান্স, উন্নত ক্যামেরা ও লং ব্যাটারি লাইফের জন্য নজরকারা। 

এই ফোনটি বিশেষভাবে তাদের জন্য উপযোগী, যারা স্বল্প বাজেটে ভালো ব্র্যান্ডের নির্ভরযোগ্য একটি ডিভাইস খুঁজছেন। MediaTek Helio G85 প্রসেসর থাকায় এটি গেমিং ও মাল্টিটাস্কিংয়ের ক্ষেত্রে বেশ ভালো পারফরম্যান্স দিতে সক্ষম। এছাড়া ফোনটিতে 6.7-ইঞ্চি PLS LCD ডিসপ্লে রয়েছে, যা HD+ রেজোলিউশন সাপোর্ট করে এবং দীর্ঘক্ষণ ব্যবহার করলেও চোখের ওপর অতিরিক্ত চাপ সৃষ্টি করে না। 

এই ফোনটি বর্তমানে তিনটি স্টোরেজ ভেরিয়েন্টে পাওয়া যাবেঃ

  • 4/64GB
  • 4/128GB
  • 6/128GB

এছাড়া মাইক্রোএসডি কার্ডের মাধ্যমে স্টোরেজ আরও বাড়ানোর সুবিধা রয়েছে। তাই যারা প্রচুর ছবি, ভিডিও বা অ্যাপ ইনস্টল করতে চান, তাদের জন্য বাজেটের মধ্যে এটি একটি ভালো অপশন হতে পারে। 

ফোনটির ক্যামেরা সেটআপও দারুণ। পিছনের দিকে 50MP মেইন ক্যামেরা এবং 2MP ডেপথ সেন্সর রয়েছে, যা উচ্চ মানের ছবি তোলার পাশাপাশি ব্যাকগ্রাউন্ড ব্লার ইফেক্ট দিতে সক্ষম। বিশেষ করে ভালো আলোতে ক্যামেরাটি শার্প ও ডিটেইলড ছবি তুলতে পারে। সামনে 8MP ফ্রন্ট ক্যামেরা রয়েছে, যা সেলফি তোলার পাশাপাশি ভিডিও কলের জন্যও ভালো অভিজ্ঞতা দেবে।

আরও পরুনঃ ২০ হাজার টাকার মধ্যে ভালো স্মার্টফোন

Samsung A06-এর অন্যতম বড় সুবিধা হলো এর শক্তিশালী 5000mAh ব্যাটারি, যা একবার চার্জে একদিনের বেশি ব্যাকআপ দিতে সক্ষম। তাছাড়া 25W ফাস্ট চার্জিং থাকায় দ্রুত চার্জ করা সম্ভব।

অপারেটিং সিস্টেম হিসেবে এতে One UI (Android 14 বেসড) সফটওয়্যার দেওয়া হয়েছে, যা স্যামসাংয়ের স্বাভাবিক ইউজার ইন্টারফেসের মতোই সহজবোধ্য এবং ফিচারসমৃদ্ধ। নিরাপত্তার জন্য ফোনটিতে ফেস আনলক ফিচারের পাশাপাশি ফিঙ্গারপ্রিন্ট সেন্সর রয়েছে। 

যদিও এতে কিছু সীমাবদ্ধতা রয়েছে, তবে ১৫,০০০ টাকার মধ্যে স্যামসাংয়ের একটি শক্তিশালী ফোন হিসেবে এটি নিঃসন্দেহে ভালো চয়েস হতে পারে। যারা মিডিয়াকনসাম্পশন, লাইট গেমিং ও দৈনন্দিন ব্যবহারের জন্য ভালো একটি স্মার্টফোন খুঁজছেন, তাদের জন্য Samsung A06 একটি উপযুক্ত ডিভাইস হতে পারে। এছাড়াও সফটওয়্যার অপ্টিমাইজেশন ও ব্র্যান্ড ভ্যালুর কারণে এটি একটি নির্ভরযোগ্য ডিভাইস।

3. Samsung Galaxy M14 

Samsung Galaxy M14 

Samsung Galaxy M14 হলো বাজেট রেঞ্জের Samsung-এর আরেকটি শক্তিশালী স্মার্টফোন। এটি স্যামসাংয়ের জনপ্রিয় M সিরিজের অংশ। যারা নির্ভরযোগ্য ব্র্যান্ডের অধীনে শক্তিশালী ব্যাটারি, ভালো পারফরম্যান্স ও উন্নত ক্যামেরার একটি ফোন খুঁজছেন, তাদের জন্য এটি একটি চমৎকার চয়েস হতে পারে। 

এই ডিভাইসের সবচেয়ে উল্লেখযোগ্য দিক হলো Snapdragon 680 প্রসেসর, যা 6nm প্রযুক্তিতে তৈরি এবং এই বাজেটের মধ্যে দারুণ পারফরম্যান্স দিতে সক্ষম। বিশেষ করে মাল্টিটাস্কিং ও গেমিংয়ের ক্ষেত্রে এটি বেশ ভালো অভিজ্ঞতা দেবে। ডিসপ্লে সেগমেন্টেও ফোনটি চমৎকার, কারণ এতে রয়েছে 6.7-ইঞ্চি PLS LCD FHD+ ডিসপ্লে, যা 90Hz রিফ্রেশ রেট সাপোর্ট করে। 

Samsung M14 এর 4GB RAM + 64GB ভেরিয়েন্টটি ১৫ টাকার মধ্যে পাওয়া যায়। এর স্টোরেজ মাইক্রোএসডি কার্ডের মাধ্যমে আরও বাড়ানো সম্ভব। ক্যামেরার দিক থেকেও ফোনটি বেশ আগানো। এতে রয়েছেঃ 

  • 50 MP Main Camera 
  • 2 MP Macro Camera
  • 2 MP Depth Camera

এছাড়াও ফোনটির সামনের দিকে রয়েছে 13MP সেলফি ক্যামেরা, যা 30 fps-এ ভিডিও রেকর্ড করতে সক্ষম।

ব্যাটারির দিক থেকে Samsung M14 বেশ চমকপ্রদ, কারণ এতে রয়েছে 5000mAh ব্যাটারি। এছাড়া 25W ফাস্ট চার্জিং সাপোর্ট থাকায় দ্রুত চার্জ করাও সম্ভব। সিকিউরিটির জন্য এতে সাইড-মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট সেন্সর এবং ফেস আনলক ফিচার রয়েছে, যা ফোন আনলকিংকে আরও দ্রুত ও সিকিউর করে।

যারা মিডিয়া কনসাম্পশন, গেমিং বা দৈনন্দিন ব্যবহারের জন্য ভালো পারফরম্যান্স চায়, তাদের জন্য Samsung M14 একটি উপযুক্ত স্মার্টফোন হতে পারে।

4. Moto G04s

Moto G04s

Moto G04s বিশেষভাবে দৈনন্দিন সাধারন ইউজের জন্য তৈরি করা হয়েছে। তবে এই ফোনটির সবচেয়ে বড় আকর্ষণ এর 90Hz রিফ্রেশ রেট সমৃদ্ধ 6.56-ইঞ্চি HD+ IPS LCD ডিসপ্লে। ডিজাইনেও এটি বেশ আকর্ষণীয়, কারণ Moto G04s-এর 178.8 g এর হালকা ওজনের বডি এটিকে হাতে ধরে ব্যবহার করার ক্ষেত্রে বেশ স্বাচ্ছন্দ্য দেয়।

পারফরম্যান্সের দিক থেকে এই ফোনে রয়েছে Unisoc T606 চিপসেট, যা সাধারণ ব্যবহারের জন্য যথেষ্ট ভালো পারফরম্যান্স দিতে সক্ষম। মাল্টিটাস্কিং ও লাইট গেমিংয়ের জন্য ফোনটিতে তিনটি স্টোরেজ ভেরিয়েন্ট রয়েছেঃ 

  • 4/64GB
  • 4/128GB
  • 8/128GB

ক্যামেরার কথা বলতে গেলে, এটিতে সিঙ্গেল ক্যামেরা সেটআপ রয়েছে। পিছনে 50MP মেইন ক্যামেরা এবং সামনে 5MP ফ্রন্ট ক্যামেরা।

Moto G04s-এর ব্যাটারি পারফরম্যান্সও বেশ ভালো, কারণ এতে রয়েছে 5000mAh ব্যাটারি, যা একবার চার্জে রেগুলার ইউজে সহজেই একদিনের বেশি ব্যাকআপ দিতে পারে। এছাড়া 15W ফাস্ট চার্জিং সাপোর্ট থাকায় দ্রুত চার্জ করাও সম্ভব। এই বাজেটেও ফোনটিতে সাইড-মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট সেন্সর অন্তর্ভুক্ত করা হয়েছে, যা সহজে এবং সিকিউর উপায়ে ফোন আনলক করতে সাহায্য করে।

যারা কম বাজেটে একটি নির্ভরযোগ্য, লং ব্যাটারি লাইফের, ভালো ডিসপ্লে ও স্টক অ্যান্ড্রয়েড অভিজ্ঞতা চান, তাদের জন্য Moto G04s একটি চমৎকার চয়েস হতে পারে। বিশেষ করে 90Hz ডিসপ্লে, 5000mAh ব্যাটারি ও Stock Android একে অন্য বাজেট স্মার্টফোনের তুলনায় বেশ আলাদা করে তুলেছে। যারা সাধারণ কাজের জন্য একটি ভালো স্মার্টফোন খুঁজছেন, Moto G04s তাদের জন্য যথেষ্ট ভালো অপশন।

5. Poco C65

Poco C65

যারা শক্তিশালী পারফরম্যান্স এবং আধুনিক ফিচারসমৃদ্ধ স্মার্টফোন সাশ্রয়ী মূল্যে চান, Poco C65 যেন তাদের জন্যই তৈরি করা হয়েছে । Poco C65 এর প্রধান বিশেষত্ব হলো এর Mediatek MT6769Z Helio G85 প্রসেসর। GPU হিসেবে এতে ব্যবহার করা হয়েছে Mali-G52 MC2, যা গেমিং ও দৈনন্দিন ব্যবহারের জন্য যথেষ্ট শক্তিশালী এবং স্মুথ পারফরম্যান্স প্রদান করতে সক্ষম। 

পোকোর এই স্মার্টফোনটি তিনটি স্টোরেজ ভার্সনে পাওয়া যায়ঃ

  • 4/128GB
  • 6/128GB
  • 8/256GB

এই ভার্সনের প্রত্যেকটিতে মাইক্রোএসডি কার্ড স্লট রয়েছে, ফলে স্টোরেজ আরও বাড়ানো সম্ভব। ক্যামেরা পারফরম্যান্সে, Poco C65-এ রয়েছে 50MP মেইন ক্যামেরা এবং 2 MP macro ক্যামেরা, যা ভালো আলোতে চমৎকার ছবি তুলতে সক্ষম। এই ক্যামেরাটি ডিটেইলড ছবি ও ভিডিও রেকর্ডিংয়ের জন্য উপযুক্ত। সেলফির জন্য, এতে রয়েছে 8MP ফ্রন্ট ক্যামেরা, যা সোশ্যাল মিডিয়া পোস্ট এবং ভিডিও কলিংয়ের জন্য ভালো পারফরম্যান্স দিবে। 

এই ফোনটির 6.74-ইঞ্চি HD+ IPS ডিসপ্লে বেশ বড় এবং ব্রাইট। মিডিয়া কনসাম্পশন, স্ক্রলিং ও ভিডিও দেখার জন্য একটি চমৎকার অভিজ্ঞতা প্রদান করবে। এর ডিসপ্লেটি 90Hz রিফ্রেশ রেট সাপোর্ট করে, যা এই বাজেটের মধ্যে যথেষ্ট ভালো।

ব্যাটারির দিক থেকেও Poco C65 একটি চমৎকার চয়েস, কারণ এতে রয়েছে 5000mAh ব্যাটারি এবং  18W ফাস্ট চার্জিং সাপোর্ট। ফোনটি MIUI 14 (Android 13 বেসড) অপারেটিং সিস্টেমে চলে, যা একটি সহজ এবং ইউজার ফ্রেন্ডলি ইন্টারফেস। নিরাপত্তার জন্য এতে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর এবং ফেস আনলক ফিচার রয়েছে। এটি ফোনের আনলকিংকে দ্রুত এবং সিকিউর করে তোলে।

যারা একটি সাশ্রয়ী বাজেটে একটি শক্তিশালী পারফরম্যান্স, ভালো ক্যামেরা, দীর্ঘ ব্যাটারি লাইফ এবং বড় ডিসপ্লে চান, তাদের জন্য Poco C65 একটি দারুণ অপশন হতে পারে। 

6. Samsung Galaxy F05

Samsung Galaxy F05

আমামদের লিস্টের এই পর্যায়ে আবারো জায়গা করে নিল স্যামসাং। যারা সাশ্রয়ী মূল্যে একটি টেকসই ও ইউজার ফ্রেন্ডলি ডিভাইস খুজছেন, তাদের জন্য Samsung F05 উপযুক্ত।   এই স্মার্টফোনে ব্যবহার করা হয়েছে MediaTek Helio G85 প্রসেসর এবং Mali-G52 MC2 জিপিউ, যার সমন্বয় গেমিং ও মাল্টিটাস্কিংয়ের জন্য একটি ভালো সমাধান। 

ফোনটির 6.7-ইঞ্চি PLS LCD ডিসপ্লের রেজোলিউশন HD+ এবং স্ক্রলিংয়ের জন্য 60Hz রিফ্রেশ রেট রয়েছে, যা এই বাজেটের মধ্যে যথেষ্ট ভালো অভিজ্ঞতা দিবে।

Samsung F05 এর স্টোরেজ ভেরিয়েন্টটি 4GB RAM + 64GB স্টোরেজ, যা মাইক্রোএসডি কার্ডের মাধ্যমে আরও বাড়ানো সম্ভব, ফলে ব্যবহারকারীরা তাদের প্রয়োজন অনুযায়ী স্টোরেজ বাড়াতে পারেন।

ফোনটির ক্যামেরা সেটআপে রয়েছে 50MP-এর মেইন ক্যামেরা। এটি শার্প এবং ডিটেইলড ছবি তোলার জন্য খুবই উপযুক্ত। এছাড়া, এতে 2MP ডেপথ সেন্সর রয়েছে, যা প্রোফাইল এবং ব্যাকগ্রাউন্ড ব্লার ফিচার প্রভৃতি দেবে। এছাড়াও সেলফি ক্যামেরা হিসেবে, এতে রয়েছে 8MP ফ্রন্ট ক্যামেরা

Samsung F05-এ রয়েছে 5000mAh ব্যাটারি, যা একদিন ব্যাকআপ দিতে সক্ষম। পাশাপাশি এতে 25W ফাস্ট চার্জিং সাপোর্ট থাকায়, এটি দ্রুত চার্জ হতে পারে। অপারেটিং সিস্টেম হিসেবে এতে রয়েছে One UI (Android 14 বেসড)। নিরাপত্তার জন্য, এতে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর এর মতো সুবিধা নেই।

যারা একটি বাজেটের মধ্যে ভালো ক্যামেরা, দীর্ঘ ব্যাটারি লাইফ এবং ভালো পারফরম্যান্স চাচ্ছেন, তাদের জন্য Samsung F05 একটি ভালো পছন্দ হতে পারে।

7. Samsung Galaxy M05

Samsung Galaxy M05

আমাদের আজকের ১৫০০০ টাকার মধ্যে ভালো মোবাইল ফোন লিস্টের ইতি টানছি হাই ব্রান্ড ভ্যালু সমৃদ্ধ স্যামসাং-এর অন্যতম একটি বাজেট ফ্রেন্ডলি মডেল নিয়ে। Samsung Galaxy M05 মূলত স্যামসাংয়ের জনপ্রিয় M সিরিজ এর অংশ হিসেবে এসেছে। 

Samsung M05 এর প্রধান আকর্ষণ হলো এর MediaTek Helio G85 প্রসেসর এবং Mali-G52 MC2 জিপিউ। প্রসেসর ও জিপিউ- এর এই সমন্বয় গেমিং ও মাল্টিটাস্কিংয়ের জন্য একদম উপযুক্ত। এটি সেরা বাজেটে সোজাসুজি গেমিং, ভিডিও স্ট্রিমিং এবং অন্যান্য সাধারণ কাজের জন্য একটি ভালো পারফরম্যান্স দিয়ে থাকে।

ফোনটির 6.7-ইঞ্চি PLS LCD ডিসপ্লে রয়েছে, যা HD রেজোলিউশন সাপোর্ট করে। এর ডিসপ্লে বেশ বড় এবং ব্রাইট। এর মাধ্যমে আপনি ভালো মিডিয়া কনসাম্পশন অভিজ্ঞতা পাবেন। স্ক্রলিং ও সাধারণ ব্যবহারের জন্য এটি যথেষ্ট স্মুথ, যদিও রিফ্রেশ রেট 60Hz, যা কিছুটা সীমাবদ্ধ হলেও এই বাজেটের মধ্যে ভালো।

স্টোরেজের ক্ষেত্রে, Samsung M05 ফোনটি 4GB RAM র‍্যাম + 64GB ইন্টারনাল স্টোরেজ ভার্সনে পাওয়া যাবে, যার মাধ্যমে আপনি বেশ কিছু অ্যাপ ও মিডিয়া ফাইল স্টোর করতে পারবেন। আর যদি আরও বেশি স্টোরেজ চান, তবে মাইক্রোএসডি কার্ডের মাধ্যমে এটি বাড়ানো সম্ভব। 

ক্যামেরা সেটআপের দিক থেকে, এতে 50MP প্রধান ক্যামেরা রয়েছে। এই ক্যামেরা ভালো ছবি তোলার জন্য যথেষ্ট ভালো। এছাড়া, এতে 2MP ডেপথ সেন্সর আছে, যা পোর্ট্রেইট মোডে ছবি তুলতে সাহায্য করবে। সেলফির জন্য, এতে রয়েছে 8MP ফ্রন্ট ক্যামেরা। এটি ভিডিও কল এবং সোশ্যাল মিডিয়ার জন্য ভালো ছবি কিংবা ভালো রেজিউলেশনে ভিডিও করতে সক্ষম।

Samsung M05-এ রয়েছে 5000mAh ব্যাটারি 25W ফাস্ট চার্জিং সাপোর্ট। অপারেটিং সিস্টেম হিসেবে এতে রয়েছে One UI Core 6 (Android 14 বেসড)।  

যারা একটি বাজেটের মধ্যে শক্তিশালী ক্যামেরা, দীর্ঘ ব্যাটারি লাইফ এবং ব্রান্ড ভ্যালু চান, তাদের জন্য Samsung M05 একটি ভালো চয়েস হতে পারে। এটি 50MP ক্যামেরা, 5000mAh ব্যাটারি, এবং MediaTek Helio G85 প্রসেসরের জন্য বাজেট স্মার্টফোন বাজারে একটি ভালো বিকল্প।

Apple Gadget BD-তে ১৫ হাজার টাকার মধ্যে পাওয়া যায় বেশ কিছু চমৎকার বাজেট স্মার্টফোন। দাম কম হলেও পারফরম্যান্সে এগুলো কোন কমতি রাখে না। এখানে আপনি পাবেন নানা জনপ্রিয় ব্র্যান্ডের স্মার্টফোন, যেমন Samsung, Redmi, Poco, এবং Moto, যা শক্তিশালী প্রসেসর, দীর্ঘ ব্যাটারি লাইফ, এবং আধুনিক ক্যামেরা ফিচারের সমন্বয়ে তৈরি। এই ফোনগুলো আপনার দৈনন্দিন কাজ, গেমিং অথবা মিডিয়া কনসাম্পশন যেমন ভিডিও দেখা, সোশ্যাল মিডিয়ায় স্ক্রল করা ইত্যাদির জন্য সেরা। Apple Gadget BD-তে এখন এসব স্মার্টফোন কিনতে পারবেন সাশ্রয়ী মূল্যে ও আকর্শনীয় সব ডিসকাউন্ট অফারে।

আরও পরুনঃ ১৫০০০ টাকায় সেরা গেমিং ফোন

সর্বমোট, উপরে আলোচনা করা স্মার্টফোনগুলো সবই বাজেট-বান্ধব গ্রাহকদের জন্য বিভিন্ন প্রয়োজনের দিকে লক্ষ্য রেখে তৈরি করা হয়েছে। এই ডিভাইসগুলোর মধ্যে শক্তিশালী প্রসেসর, পর্যাপ্ত RAM, চমৎকার ক্যামেরা সেটআপ এবং দীর্ঘস্থায়ী ব্যাটারি রয়েছে, যা গ্রাহকদের জন্য ভালো পারফরম্যান্স নিশ্চিত করে, তাও একেবারে সাশ্রয়ী মূল্যে।

আপনার প্রয়োজন এবং পছন্দ অনুযায়ী সঠিক ফোনটি বাছাই করুন। উপরের মডেলগুলো থেকে যেটি আপনি নির্বাচন করবেন, প্রতিটি স্মার্টফোনই তার মূল্য অনুযায়ী দুর্দান্ত পারফরম্যান্স দিতে সক্ষম। তাইতো এই ফোনগুলো বর্তমানে বাজেট স্মার্টফোন মার্কেটে শক্তিশালী প্রতিযোগী হিসেবে রয়েছে। 

Similar Posts