যেসব ফোনের নীচে পাবেন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর!
মোবাইল প্রযুক্তির প্রতিদিনের উন্নতি আমাদের হাতের মুঠোয় এনে দিচ্ছে অসাধারণ সব ফিচার। একসময় ফোন আনলক করতে পাসওয়ার্ড বা প্যাটার্ন ব্যবহার করতে হতো, এরপর এল ফিজিক্যাল ফিঙ্গারপ্রিন্ট সেন্সর। আর এখন? সময় বদলেছে! ইন-ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সরের যুগ শুরু হয়ে গেছে। আগের মতো ফোনের পেছনে বা পাশে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর খুঁজতে হবে না। স্ক্রিনেই লুকিয়ে থাকা এই ফিচার আপনাকে দেবে আরও প্রিমিয়াম ও ফিউচারিস্টিক অনুভূতি।
কিন্তু বাজারে এত এত ইন-ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট মোবাইলের ভিড়ে কোনটি সবচেয়ে ভালো হবে আপনার জন্য? তার উপর বাজেটের বিষয়টিও মাথায় রাখতে হয়। বর্তমানে Apple Gadgets দিচ্ছে আকর্ষণীও ডিসকাউন্টে ইন-ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্টসহ আরো নানাবিধ লেটেস্ট ফিচার সমৃদ্ধ স্মার্টফোন। বিস্তারিত জানতে চোখ রাখতে পারেন Apple Gadgets এর অফসিয়াল ওয়েবসাইটে।
১০টি সেরা ইন-ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর মোবাইল
এই ব্লগ পোস্টে পারফরম্যান্স, ক্যামেরা, ব্যাটারি লাইফ, ওভারঅল ইউজার এক্সপেরিয়েন্স, এসব দিক বিবেচনায় নিয়ে আমরা বেছে এনেছি কিছু সেরা ইন-ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট মোবাইল। চলুন, দেখে নেওয়া যাক কোন কোন ফোন আপনার বাজেট ও প্রয়োজনের সঙ্গে মানানসই হবে!
Galaxy A55 5G

আমাদের আজকের লিস্টের শুরুতেই থাকছে জনপ্রিয় ব্রান্ড Samsung এর Galaxy A55 5G। যাকে বলা যায় আধুনিক প্রযুক্তি ও শক্তিশালী পারফরম্যান্সের দারুণ এক সংমিশ্রণ। Galaxy A55 5G-এর শক্তিশালী Exynos 1480 (4nm) চিপসেট Samsung- এর নতুন প্রযুক্তিতে তৈরি, যা AI অপ্টিমাইজড পারফরম্যান্স ও গেমিংয়ের জন্য সেরা। এতে রয়েছে অক্টা-কোর CPU (4x Cortex-A78 & 4x Cortex-A55) এবং Xclipse 530, যা মসৃণ মাল্টিটাস্কিং ও হাই গ্রাফিক্স রেন্ডারিং করতে পারে।
ফোনটিতে রয়েছে 6.6- ইঞ্চির Super AMOLED ডিসপ্লে, যা 120Hz রিফ্রেশ রেট সাপোর্ট করে। এই ডিসপ্লেতে অপটিক্যাল ইন-ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর ব্যবহার করা হয়েছে, যা এই সিরিজের আগের ফোনগুলোর আগের তুলনায় বেশ দ্রুত এবং নির্ভুলভাবে কাজ করে। অর্থাৎ, ফোন আনলক করা হবে আগের চেয়ে দ্রুততর।
Galaxy A55 5G পাওয়া যাচ্ছে 8/128GB, 8/256GB, এবং 12/256GB ভেরিয়েন্টে। ফোনটিতে 5000mAh ব্যাটারি রয়েছে, যা দিয়ে একটি পুরো দিন নির্বিঘ্নে ব্যবহার করা যাবে। এতে 25W ফাস্ট চার্জিং সুবিধা থাকায় দ্রুত চার্জ সম্পন্ন করা সম্ভব।
ক্যামেরা সেটআপঃ
- 50MP প্রাইমারি সেন্সর (OIS সহ)
- 12MP আল্ট্রাওয়াইড লেন্স
- 5MP ম্যাক্রো লেন্স
- 32MP ফ্রন্ট ক্যামেরা
Galaxy A55 5G এমন একটি ফোন, যা ডিজাইন, সিকিউরিটি, ও হাই পারফরম্যান্সের সমন্বয়ে তৈরি। যদি আপনি ইন-ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সরসহ ফাস্ট ও স্মার্টসব ফিচারসমৃদ্ধ ফোন খুঁজছেন, তবে এটি হতে পারে আপনার জন্য সেরা পছন্দ!
Galaxy A35 5G

Samsung- এর A- সিরিজের নতুন আরেকটি স্মার্টফোন Galaxy A35 5G, যাতে যেখানে শক্তিশালী প্রসেসর, প্রিমিয়াম ডিজাইন ও ইন-ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর মিলিয়ে দুর্দান্ত একটি প্যাকেজ দেওয়া হয়েছে। যারা বাজেটের মধ্যে ভালো পারফরম্যান্স চায়, তাদের জন্য এটি হতে পারে একটি দারুণ অপশন।
Galaxy A35 5G-তে 6.6-ইঞ্চির Super AMOLED ডিসপ্লে রয়েছে, যা 120Hz রিফ্রেশ রেট সাপোর্ট করে। এই ডিসপ্লেটির নিচে অপটিক্যাল ইন-ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর দেওয়া হয়েছে, যা ফোন আনলক করার প্রক্রিয়াকে আরও স্মার্ট, ফাস্ট ও নিরাপদ করে তোলে।
ফোনটিতে ব্যবহার করা হয়েছে Exynos 1380 চিপসেট, যা 5nm আর্কিটেকচারে তৈরি। এতে অক্টা-কোর CPU (4x Cortex-A78 & 4x Cortex-A55) এবং Mali-G68 GPU রয়েছে, যা গেমিং, মাল্টিটাস্কিং ও এআই-বেইজড পারফরম্যান্সের জন্য যথেষ্ট শক্তিশালী। 5
Galaxy A35 5G পাওয়া যাচ্ছে তিনটি ভিন্ন র্যাম ও স্টোরেজ ভেরিয়েন্টেঃ
- 6/128GB
- 8/128GB
- 8/256GB
ক্যামেরা পারফরম্যান্স:
Galaxy A35 5G-এর ক্যামেরা সেটআপে রয়েছে –
- 50MP প্রাইমারি ক্যামেরা (OIS সহ) – শার্প ও ডিটেইলড ছবি তোলে।
- 8MP আল্ট্রাওয়াইড লেন্স – ওয়াইড-অ্যাঙ্গেল শটের জন্য উপযুক্ত।
- 5MP ম্যাক্রো লেন্স – ক্লোজ-আপ শটের জন্য কার্যকর।
- 13MP ফ্রন্ট ক্যামেরা – সেলফি ও ভিডিও কলের জন্য ভালো।
এই ফোনটিতে 5000mAh ব্যাটারি থাকায় এটি অনায়াসে সারাদিন ব্যবহার করা যাবে, আর সাথে 25W ফাস্ট চার্জার দিয়ে দ্রুত চার্জ দেওয়া সম্ভব।
Redmi Note 14 Pro Plus 5G

Redmi সম্প্রতি তাদের নতুন স্মার্টফোন Redmi Note 14 Pro Plus 5G বাজারে নিয়ে এসেছে, যা আধুনিক প্রযুক্তি ও ফিচারের সমন্বয়ে বিল্ড করা হয়েছে। এটি বিশেষ করে পাওয়ারফুল প্রসেসর, উন্নত ক্যামেরা এবং ইন-ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সরের জন্য নজরকাড়া। ফোনটির ক্যামেরা সেটআপ অত্যন্ত উন্নত। এতে রয়েছে 50MP প্রাইমারি ক্যামেরা, 50 MP optical zoom এবং 8MP আল্ট্রাওয়াইড লেন্স। সামনের দিকে রয়েছে 20MP ফ্রন্ট ক্যামেরা, যা সেলফি ও ভিডিও কলের জন্য উপযুক্ত।
Redmi Note 14 Pro Plus 5G-তে ব্যবহৃত হয়েছে Qualcomm Snapdragon 7s Gen 3 চিপসেট। এই প্রসেসরটি হাই পারফরম্যান্স ও এনার্জি এফিশিয়েন্সি দিয়ে থাকে, যা মাল্টিটাস্কিং ও গেমিংয়ের জন্য উপযুক্ত। বর্তমানে ফোনটি কয়েকটি র্যাম ও স্টোরেজ ভেরিয়েন্টে পাওয়া যাচ্ছেঃ
- 8/128GB
- 8/256GB
- 12/256GB
- 12/512GB
ফোনটিতে 6200mAh ব্যাটারি রয়েছে, যা দীর্ঘস্থায়ী ব্যাটারি লাইফ প্রদান করে। সঙ্গে রয়েছে 90W ফাস্ট চার্জিং সুবিধা, যা দ্রুত ফোন চার্জ করতে সক্ষম। বাজেটের মধ্যে যদি আপনি একটি প্রিমিয়াম অভিজ্ঞতা চান, তবে এটি হতে পারে আপনার জন্য সেরা পছন্দ।
Redmi Note 13 Pro Plus 5G

Redmi Note সিরিজ সবসময়ই প্রিমিয়াম ফিচার ও দুর্দান্ত পারফরম্যান্সের জন্য জনপ্রিয়, আর Redmi Note 13 Pro Plus 5G তার ব্যতিক্রম নয়। শক্তিশালী Dimensity 7200 Ultra প্রসেসর, ইন-ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর, 200MP ক্যামেরা, এবং দ্রুত চার্জিং সুবিধার সঙ্গে এটি বাজারের অন্যতম সেরা মিড-রেঞ্জ স্মার্টফোন।
Redmi Note 13 Pro Plus 5G-তে MediaTek Dimensity 7200 Ultra (4nm) প্রসেসর রয়েছে, যা অত্যন্ত শক্তিশালী এবং পাওয়ার-এফিশিয়েন্ট। এই চিপসেট গেমিং ও হেভি মাল্টিটাস্কিংয়ের জন্য অপ্টিমাইজড, ফলে PUBG, Call of Duty, কিংবা অন্যান্য গ্রাফিক্স-হেভি গেম সহজেই চালানো সম্ভব।
ফোনটিতে রয়েছে 6.67-ইঞ্চির AMOLED ডিসপ্লে, যার 1220 x 2712 pixels রেজোলিউশন এবং 120Hz রিফ্রেশ রেট রয়েছে। এই ডিসপ্লে Dolby Vision ও HDR10+ সমর্থন করে, ফলে ভিডিও দেখা, গেমিং, কিংবা সাধারণ ব্যবহারে কালার ও কনট্রাস্ট চমৎকার থাকবে।
ফোনটির অপটিক্যাল ইন-ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর এই সিরিজের আগের ফোনগুলর তুলনায় দ্রুত ও নিরাপদ আনলকিং করে। এই ফোনের বেশ কয়েকটি ভেরিয়েন্ট বর্তমানে পাওয়া যাচ্ছেঃ
- 8/256GB
- 12/256GB
- 12/512GB
- 16/512GB
ক্যামেরা সেটআপঃ
- 200MP প্রাইমারি ক্যামেরা (OIS সহ)
- 8MP আল্ট্রাওয়াইড লেন্স
- 2MP ম্যাক্রো লেন্স
- 16MP ফ্রন্ট ক্যামেরা
এই ফোনটি 4K ভিডিও রেকর্ডিং সমর্থন করে, যা কনটেন্ট ক্রিয়েটরদের জন্য বেশ উপযোগী। পাশাপাশি এর 5000mAh ব্যাটারি পুরো দিন পারফরম্যান্স বজায় রাখতে সক্ষম। এর 120W HyperCharge মাত্র 19 মিনিটে 100% চার্জ করতে সক্ষম।
Motorola Edge 50 5G

২০২৪ এর আগস্টে উন্নত ফিচার ও শক্তিশালী পারফরম্যান্সের সমন্বয়ে মটোরোলা তাদের নতুন স্মার্টফোন Motorola Edge 50 5G বাজারে নিয়ে এসেছে । এই ফোনটি বিশেষ করে ডিসপ্লে এবং শক্তিশালী প্রসেসরের জন্য নজরকাড়া।
Motorola Edge 50 5G-তে রয়েছে 6.7-ইঞ্চি P-OLED ডিসপ্লে যার রেজোলিউশন 1220×2712 পিক্সেল। এই ডিসপ্লে উজ্জ্বল রঙ ও গভীর কনট্রাস্ট প্রদান করে, যা ভিডিও দেখা বা গেম খেলার সময় চমৎকার অভিজ্ঞতা দিবে। এই স্ক্রিনের নিচে ইন-ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর থাকায় ফোন আনলক করা সহজ ও নিরাপদ।
ফোনটিতে ব্যবহৃত হয়েছে Qualcomm Snapdragon 7 Gen 1 AE চিপসেট। এই প্রসেসরটি উন্নত পারফরম্যান্স ও এনার্জি এফিশিয়েন্সি দিয়ে থাকে, যা মাল্টিটাস্কিং ও গেমিংয়ের জন্য উপযুক্ত। ফোনটিতে 8GB বা 12GB RAM এবং 256GB বা 512GB স্টোরেজ রয়েছে, যা ব্যবহারকারীদের প্রয়োজন অনুযায়ী যথেষ্ট।
Motorola Edge 50 5G-এর ক্যামেরা সেটআপও অত্যন্ত উন্নত:
- 50MP প্রাইমারি ক্যামেরা
- 10MP টেলিফটো লেন্স
- 13MP আল্ট্রাওয়াইড লেন্স
সামনের দিকে রয়েছে 32MP ফ্রন্ট ক্যামেরা, যা সেলফি ও ভিডিও কলের জন্য উপযুক্ত। ফোনটিতে 5000mAh ব্যাটারি রয়েছে, যা দীর্ঘস্থায়ী ব্যাটারি লাইফ প্রদান করে। সঙ্গে রয়েছে 68W ফাস্ট চার্জিং সুবিধা, যা দ্রুত ফোন চার্জ করতে সক্ষম। এছাড়াও থাকছে 15W wireless চার্জিং।
Motorola Edge 50 Pro 5G

পূর্বের মডেলটির উন্নত ভার্সন Motorola Edge 50 Pro 5G-তেও রয়েছে 6.7-ইঞ্চি pOLED ডিসপ্লে যার রেজোলিউশন 1220×2712 পিক্সেল। একইভাবে এই ডিসপ্লেটিও উজ্জ্বল রঙ ও ডিপ কনট্রাস্ট প্রদান করে, যা ভিডিও দেখা বা গেম খেলার সময় চমৎকার অভিজ্ঞতা দেয়। স্ক্রিনের নিচে ইন-ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর থাকায় ফোন আনলক করাও সহজ এবং নিরাপত্তার ক্ষেত্রেও এটি কার্যকর।
ফোনটিতে ব্যবহৃত হয়েছে Qualcomm Snapdragon 7 Gen 3 চিপসেট। Motorola Edge 50 Pro 5G পাওয়া যাচ্ছে বেশ কয়েকটি ভেরিয়েন্টেঃ
- 8/128GB
- 8/256GB
- 12/256GB
- 12/512GB
ফোনটিতে 4500mAh ব্যাটারি রয়েছে, যা দীর্ঘস্থায়ী ব্যাটারি লাইফ প্রদান করে। সঙ্গে রয়েছে 125W ফাস্ট চার্জিং সুবিধা, যা মাত্র ১৮ মিনিটে ফোন ফুলচার্জ করতে সক্ষম। এছাড়াও থাকছে 50W wireless চার্জিং। Motorola Edge 50 Pro 5G-এর ক্যামেরা সেটআপও অত্যন্ত উন্নত। এতে রয়েছেঃ
- 50MP প্রাইমারি ক্যামেরা
- 10MP টেলিফটো লেন্স
- 13MP আল্ট্রাওয়াইড লেন্স
সামনের দিকে রয়েছে 50MP ফ্রন্ট ক্যামেরা রয়েছে, যা সেলফি ও ভিডিও কলের জন্য সেরা।
Moto Edge 50 Fusion 5G

লিস্টের এই পর্যায়ে থাকছে Motorola Edge সিরিজের মটো এজ ৫০ ফিউশন ৫জি। এতে রয়েছে ৬.৭ ইঞ্চি পি-ওএলইডি ডিসপ্লে, যার রেজোলিউশন ১০৮০ x ২৪০০ পিক্সেল। এই ডিসপ্লেটিও পূর্বের ভার্সনগুলোর ন্যায় উজ্জ্বল রঙ ও গভীর কনট্রাস্ট প্রদান করে, যা ভিডিও দেখা বা গেম খেলার সময় চমৎকার অভিজ্ঞতা দিবে।
ফোনটিতে ব্যবহৃত হয়েছে কোয়ালকম স্ন্যাপড্রাগন ৭এস জেন ২ চিপসেট। এর শক্তিশালী হার্ডওয়্যারের সমন্বয়ে আপনি সহজেই মাল্টিটাস্কিং করতে পারবেন এবং হাই-এন্ড গেমস খেলতে পারবেন।
ক্যামেরা সেটআপঃ
মটো এজ ৫০ ফিউশন ৫জি-এর ক্যামেরা সেটআপ অত্যন্ত উন্নত। এতে ব্যবহার করা হয়েছেঃ
- ৫০ মেগাপিক্সেল প্রাইমারি ক্যামেরা
- ১৩ মেগাপিক্সেল আল্ট্রাওয়াইড লেন্স
এছাড়াও সামনের দিকে রয়েছে ৩২ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা, যা সেলফি ও ভিডিও কলের জন্য উপযুক্ত। ফোনটিতে ৫০০০ এমএএইচ ব্যাটারি রয়েছে, যা লং ব্যাটারি লাইফ দিবে। এর সঙ্গে রয়েছে ৬৮ ওয়াট ফাস্ট চার্জিং সুবিধা, যা দ্রুত ফোন চার্জ করতে সক্ষম। এই ফোনটি ৫০ পার্সেন্ট চার্জ হতে সময় নেয় মাত্র ১৫ মিনিট।
এই ফোনটি চারটি ভিন্ন ভিন্ন র্যাম ও স্তরেজ ভেরিয়েন্টে পাওয়া যাবেঃ
- 8/128GB
- 8/256GB
- 12/256GB
- 12/512GB
মূলত মোটোরোলা এজ ৫০ ফিউশন ৫জি হলো এমন একটি স্মার্টফোন, যা বাজেটের মধ্যে ইন-ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সরসহ আধুনিকসব ফিচার ও শক্তিশালী পারফরম্যান্সের সমন্বয়ে তৈরি। যদি আপনি একটি প্রিমিয়াম অভিজ্ঞতা চান, তবে এটি হতে পারে আপনার জন্য সেরা পছন্দ।
Honor X9B 5G

যদি আপনি এমন একটি স্মার্টফোন চান, যা পাওয়ারফুল, এবং স্টাইলিশ, তাহলে Honor X9B 5G হতে পারে আপনার জন্য সেরা চয়েজ। শক্তিশালী প্রসেসর, ইন-ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর এবং প্রিমিয়াম ডিজাইন-এর কারণে এটি বর্তমান বাজারে বেশ জনপ্রিয়।
Honor X9B 5G-তে রয়েছে 6.78 ইঞ্চির AMOLED কার্ভড ডিসপ্লে যা 120Hz রিফ্রেশ রেট সাপোর্ট করে। এই ডিসপ্লের আন্ডারস্ক্রিন ফিঙ্গারপ্রিন্ট সেন্সর ফোন আনলকিংকে করে তোলে আরও স্মুথ ও সিকিউর। ডিসপ্লেটি গরিলা গ্লাস প্রটেকশন একে শক্তপোক্ত ও স্ক্র্যাচ-প্রতিরোধী করে তোলে।
এই ফোনে Qualcomm Snapdragon 6 Gen 1 প্রসেসর ব্যবহার করা হয়েছে, যা 4nm আর্কিটেকচারে তৈরি। এর ফলে, আপনি সহজেই মাল্টিটাস্কিং, ভিডিও এডিটিং, ও হাই-এন্ড গেমিং উপভোগ করতে পারবেন অতিরিক্ত হিটিং ছাড়া। এতে GPU হিসেবে থাকছে Adreno 710, যা স্মুথ গ্রাফিক্স এক্সপেরিয়েন্স দিবে।
Honor X9B 5G-এর 108MP প্রাইমারি ক্যামেরা আপনাকে উচ্চমানের ছবি তুলতে সাহায্য করবে। এর পাশাপাশি রয়েছে:
- 5MP আল্ট্রাওয়াইড লেন্স – ওয়াইড অ্যাঙ্গেল শটের জন্য
- 2MP ম্যাক্রো লেন্স – ক্লোজআপ ডিটেইল শটের জন্য
- 16MP সেলফি ক্যামেরা – সুন্দর ও ন্যাচারাল সেলফির জন্য
এই ফোনটি 8/256GB, 12/256GB, এবং 12/512GB ভেরিয়েন্টে পাওয়া যাচ্ছে। এতে রয়েছে 5800mAh ব্যাটারি ও 35W ফাস্ট চার্জিং সাপোর্ট।
Honor X9C 5G

লিস্টে আবারো থাকছে HONOR ব্রান্ডের সম্প্রতি রিলিজ করা স্মার্টফোন HONOR X9c 5G। বাজারে পাওয়া যাচ্ছে ফোনটির 12/256GB এবং 12/512GB- এর দুইটি ভেরিয়েন্ট।
HONOR X9c 5G-তে রয়েছে ৬.৭৮ ইঞ্চি অ্যামোলেড ডিসপ্লে, যার রেজোলিউশন ১২২৪ x ২৭০০ পিক্সেল। এই স্ক্রিনের নিচে ইন-ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর থাকায় ফোন আনলক করা হয়েছে সহজ ও সিকিউর।
ফোনটিতে ব্যবহৃত হয়েছে কোয়ালকম স্ন্যাপড্রাগন ৬ জেন ১ চিপসেট। পাশাপাশি জিপিউ হিসেবে রয়েছে Adreno 710। এই শক্তিশালী হার্ডওয়্যার কম্বিনেশন নিশ্চিত করে যে আপনি সহজেই মাল্টিটাস্কিং এর পাশাপাশি হাই-এন্ড গেমস খেলতে পারবেন।
ক্যামেরা সেটআপঃ
HONOR X9c 5G-এর ক্যামেরা সেটআপ অত্যন্ত উন্নত:
- ১০৮ মেগাপিক্সেল প্রাইমারি ক্যামেরা
- ৫ মেগাপিক্সেল ডেপথ সেন্সর
সামনের দিকে রয়েছে ১৬ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা, যা সেলফি ও ভিডিও কলের জন্য উপযুক্ত। ফোনটিতে ৬৬০০ এমএএইচ ব্যাটারি রয়েছে, যা লং ব্যাটারি লাইফ দিবে। পাশাপাশি এর সঙ্গে রয়েছে ৬৬ ওয়াট ফাস্ট চার্জিং সুবিধা, যা দ্রুত ফোন চার্জ করতে সক্ষম। যদি আপনি একটি প্রিমিয়াম অভিজ্ঞতা চান, তবে এটি হতে পারে আপনার জন্য সেরা পছন্দ।
Motorola G85 5G

আমরা আমাদের লিস্টের একদম শেষের পর্যায়ে চলে এসেছি। এই পর্যায়ে আবারো থাকছে বিখ্যাত মটোরোলা ব্যান্ডের Motorola G85 5G। এটি তারা সম্প্রতি বাজারে নিয়ে এসেছে, সাথে রয়েছে আধুনিকসব ফিচার ও শক্তিশালী পারফরম্যান্সের সমন্বয়।
মটো জি৮৫ ৫জি-তে রয়েছে ৬.৬৭ ইঞ্চি পি-ওএলইডি ডিসপ্লে, যার রেজোলিউশন ১০৮০ x ২৪০০ পিক্সেল। ফোনটিতে ব্যবহৃত হয়েছে কোয়ালকম স্ন্যাপড্রাগন ৬এস জেন ৩ চিপসেট, যা 6 nm আর্টিটেকচারে তৈরি। GPU হিসেবে এতে আছে বিখ্যাত Adreno 619 জিপিউ।
ফোনটি পাওয়া যাচ্ছে তিনটি ভেরিয়েন্টেঃ
- 8/128GB
- 8/256GB
- 12/256GB
মটো জি৮৫ ৫জি-এর ক্যামেরা সেটআপও অত্যন্ত উন্নত। এতে ব্যবহার করা হয়েছেঃ
- ৫০ মেগাপিক্সেল প্রাইমারি ক্যামেরা
- ৮ মেগাপিক্সেল আল্ট্রাওয়াইড লেন্স
এছাড়াও সামনের দিকে রয়েছে ৩২ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা, যা সেলফি ও ভিডিও কলের জন্য চমৎকার রেজুলেশন দিবে। ফোনটিতে ৫০০০ এমএএইচ ব্যাটারি রয়েছে, যা আপনাকে দীর্ঘস্থায়ী ব্যাটারি লাইফ দিবে। সঙ্গে রয়েছে ৩০ ওয়াট ফাস্ট চার্জিং সুবিধা, যার মাধ্যমে দ্রুত ফোন চার্জ করা যাবে।
উপসংহার
বর্তমান বাজারে ইন-ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর এবং শক্তিশালী প্রসেসর সমৃদ্ধ স্মার্টফোনের চাহিদা বেড়েই চলেছে। উপরে আমরা বিভিন্ন ব্র্যান্ডের জনপ্রিয় কিছু মডেল নিয়ে আলোচনা করেছি, যেগুলো ভিন্ন ভিন্ন দামের মধ্যে বেস্ট পারফরম্যান্স অফার করে। আমাদের দেয়া ইন-ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর ফোনের লিস্ট থেকে গেমিং ও হেভি টাস্কিং, ক্যামেরা ও প্রিমিয়াম ডিজাইন, ব্যাটারি ব্যাকআপ, ইত্যাদি বিবেচনা করে আপনার বাজেট এবং ব্যবহারের চাহিদা অনুযায়ী স্মার্টফোন বেছে নিতে পারেন।

Adnan Rashed Khan is the Director of Apple Gadgets, known for his passion for creative technology solutions. He shares technical tips and tricks to enhance user experiences and streamline processes. Adnan’s innovative approach and commitment to excellence make him a leading figure in the tech industry.